promotional_ad

দ্বিতীয়বারও করোনা নেগেটিভ আর্চারের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দ্বিতীয়বারের মতো কভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে জফরা আর্চারের। ফলে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে যোগ দিতে আর বাঁধা থাকছে না এই ডানহাতি পেসারের। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে ইংল্যান্ড। তবে সম্প্রতি অসুস্থ বোধ করায় স্কোয়াডে যোগ দিতে বিলম্ব হচ্ছিল তাঁর।


promotional_ad

করোনার আশঙ্কা থাকায় এরপর পরীক্ষা করানো হয় ২৫ বছর বয়সী এই ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসারের। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 


তাই বুধবার দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয় আর্চারের। এবার সেই পরীক্ষাতেও নেগেটিভ এসেছে তাঁর। তাই দ্রুতই প্রস্তুতি ক্যাম্পে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তিনি। 


এর আগে ইসিবি একটি বিবৃতিতে জানিয়েছিল, ‘আর্চার ও তার পরিবারের ওই সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আগামীকাল (বুধবার) আরেকবার তাকে পরীক্ষা করানো হবে। যদি ফল নেগেটিভ আসে, তাহলে তিনি বৃহস্পতিবার প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন।’


আগামী ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। সেই লক্ষ্যে মঙ্গলবার থেকেই ক্যাম্প শুরু করেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে পা রাখার পর ১৪ দিনের আইসোলেশন পর্ব শেষে অনুশীলন ক্যাম্প শুরু করেছে ক্যারিবিয়ানরাও।


সূত্র: ক্রিকইনফো 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball