প্রেরণার উৎস হিসেবে কুরআন পাঠের পরামর্শ মুমিনুলের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে অনেকটা ঘরবন্দী অবস্থায় জীবন যাপন করতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারকে। এই পরিস্থিতিতে তাঁদেরকে সময়গুলো কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তরুণদের বিভিন্ন প্রেরণাদায়ক ভিডিও দেখার পাশাপাশি পবিত্র কুরআন এবং বিখ্যাত লেখকদের বই পাঠ করতে বলেন তিনি।
লকডাউনে থাকতে থাকতে অনেকটাই হাঁপিয়ে উঠেছেন তরুণ ক্রিকেটাররা। এমতাবস্থায় মানসিকভাবে শক্ত থাকা বেশ কঠিন হয়ে পড়েছে তাঁদের জন্য। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁদেরকে উজ্জীবিত হওয়ার একটি পথ বাতলে দেন মুমিনুল।

টেস্ট দলপতি বলেন, 'নিজের উপকারের জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। এই সময়টাতে কোনও লেখকের বই পড়ুন যিনি কিনা সাফল্য পেয়েছেন। কোনও প্রেরণাদায়ী ভিডিও দেখুন কিংবা পবিত্র কুরআন পড়ুন। মোটকথা আপনার সময়টাকে কাজে লাগান ভালোমতো।'
টানা দুই, তিন মাস খেলার বাইরে থাকাটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য মোটেই সহজ কিছু নয়। বিষয়টি মানছেন মুমিনুল নিজেও। সেকারণে সকলকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে আগামী বছর পুরোদমে মাঠে ফিরতে পারে ক্রিকেট। সেক্ষেত্রে বিশ্রামের সুযোগ তেমন পাবেন না খেলোয়াড়েরা।
মুমিনুলের ভাষায়, 'পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটি আমাদের রক্তে মিশে আছে। তাই দুই তিন মাস ধরে লকডাউনে থাকার সময় মানসিকভাবে আপনার শক্ত হতে হবে। আমি মনে করি পাঁচ-ছয় দিন জিম করলে আপনি ফিটনেস ধরে রাখতে পারবেন। তবে মানসিকভাবে শক্ত থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটাও মনে রাখতে হবে যে আমরা যেহেতু অনাকাঙ্ক্ষিত বিশ্রাম পেয়েছি, আগামী বছর যে পরিমাণ ক্রিকেট থাকবে তাতে আমরা তেমন বিশ্রাম নাও পেতে পারি।'