promotional_ad

প্রেরণার উৎস হিসেবে কুরআন পাঠের পরামর্শ মুমিনুলের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে অনেকটা ঘরবন্দী অবস্থায় জীবন যাপন করতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারকে। এই পরিস্থিতিতে তাঁদেরকে সময়গুলো কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তরুণদের বিভিন্ন প্রেরণাদায়ক ভিডিও দেখার পাশাপাশি পবিত্র কুরআন এবং বিখ্যাত লেখকদের বই পাঠ করতে বলেন তিনি।  


লকডাউনে থাকতে থাকতে অনেকটাই হাঁপিয়ে উঠেছেন তরুণ ক্রিকেটাররা। এমতাবস্থায় মানসিকভাবে শক্ত থাকা বেশ কঠিন হয়ে পড়েছে তাঁদের জন্য। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তাঁদেরকে উজ্জীবিত হওয়ার একটি পথ বাতলে দেন মুমিনুল। 


promotional_ad

টেস্ট দলপতি বলেন, 'নিজের উপকারের জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। এই সময়টাতে কোনও লেখকের বই পড়ুন যিনি কিনা সাফল্য পেয়েছেন। কোনও প্রেরণাদায়ী ভিডিও দেখুন কিংবা পবিত্র কুরআন পড়ুন। মোটকথা আপনার সময়টাকে কাজে লাগান ভালোমতো।' 


টানা দুই, তিন মাস খেলার বাইরে থাকাটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য মোটেই সহজ কিছু নয়। বিষয়টি মানছেন মুমিনুল নিজেও। সেকারণে সকলকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে আগামী বছর পুরোদমে মাঠে ফিরতে পারে ক্রিকেট। সেক্ষেত্রে বিশ্রামের সুযোগ তেমন পাবেন না খেলোয়াড়েরা।


মুমিনুলের ভাষায়, 'পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটি আমাদের রক্তে মিশে আছে। তাই দুই তিন মাস ধরে লকডাউনে থাকার সময় মানসিকভাবে আপনার শক্ত হতে হবে। আমি মনে করি পাঁচ-ছয় দিন জিম করলে আপনি ফিটনেস ধরে রাখতে পারবেন। তবে মানসিকভাবে শক্ত থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটাও মনে রাখতে হবে যে আমরা যেহেতু অনাকাঙ্ক্ষিত বিশ্রাম পেয়েছি, আগামী বছর যে পরিমাণ ক্রিকেট থাকবে তাতে আমরা তেমন বিশ্রাম নাও পেতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball