promotional_ad

বিপিএল-পিএসএলে পার্থক্য দেখছেন না আকিব জাভেদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে যাত্রা শুরু করে টুর্নামেন্টটি। অপরদিকে ঠিক চার বছর পর ২০১৬ সালে যাত্রা শুরু হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। পথচলা আগে পরে শুরু হলেও দুটি টুর্নামেন্টকে সমমানের মনে করেন পাকিস্তানের সাবেক পেসার ও বিশ্বকাপজয়ী তারকা আকিব জাভেদ।


সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে জাভেদ এমনটাই মন্তব্য করেন।


promotional_ad

জাভেদের মতে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এগিয়েছে দুটো টুর্নামেন্টই। সেই সঙ্গে তিনি মনে করেন ভারতের আইপিএলকে অনুসরণ করে বাংলাদেশ তাদের ঘরোয়া ক্রিকেটের যথাযথ সম্ভাবনা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে আইপিএলকে অনুসরণ না করার পরামর্শ দেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।


এ প্রসঙ্গে জাভেদ দলেন, 'পিএসএল আর বিপিএল একই মানের প্রতিযোগিতা। আমি মনে করি এসব টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আইপিএলের অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসা উচিত। ভারত অনেক বড় দেশ, অর্থের প্রতিপত্তি তাদের অনেক বেশি। তারা আইপিএলে বিনোদনের অনেক উপদানই ব্যবহার করে, যেটি বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়।'


'আমি মনে করি বিপিএল বা এ ধরনের টুর্নামেন্টের মূল লক্ষ্যই হওয়া উচিত সম্ভাবনাময় প্রতিভা খুঁজে বের করা। এসব টুর্নামেন্টে আমার আগ্রহ এই জায়গাতেই। তবে একটা বিষয় বলি, বাংলাদেশ কিন্তু এখনো তাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball