promotional_ad

নেতা মাশরাফিতে মজেছেন বিশ্বকাপজয়ী পেসার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অধিনায়কের নাম জানতে চাওয়া হলে বিনা দ্বিধায় একবাক্যে সকলেই নাম নিবেন জাতীয় দলের সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজার। লম্বা সময় ধরে দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন অজস্র সাফল্য। খাদের কিনারায় থাকা দলকে টেনে নিয়ে এসেছেন মসৃণ পথে।


সাবেক এই অধিনায়ক সতীর্থ, দেশের মানুষদের পাশাপাশি দৃষ্টি কেড়েছেন বিদেশী ক্রিকেটার এবং সমালোচকদের। পাকিস্তানের সাবেক পেসার ও বিশ্বকাপজয়ী তারকা আকিব জাভেদ এমনই এক জন। অধিনায়কত্ব এবং খেলা দিয়ে ম্যাশ নজর কেড়েছেন তারও।


promotional_ad

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে জাভেদ এমনটাই জানান।


জাভেদ বলেন, 'মাশরাফির অনেক অবদান আছে বাংলাদেশের ক্রিকেটে। সে দারুণ এক নেতা। বুদ্ধিদীপ্ত, দলকে দারুণ উজ্জীবিতও করতে পারত। গত এক যুগ ধরে বাংলাদেশের ক্রিকেটকে সে এগিয়ে নিয়ে গেছে। সে তরুণদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের বড় একটা উদাহরণ মাশরাফির মতো খেলোয়াড়কে পেয়েছে গত প্রায় দুই দশক ধরে।'


আকিব মনে করেন বর্তমানের বাংলাদেশ দল অনেক দূর এগিয়ে গিয়েছে। বেশ ভালো ভালো ক্রিকেটার বের করে আনার পাশাপাশি নিজেদের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রমাণ করতে সমর্থ হয়েছে।


সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি যখন খেলতাম, বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো সব সময়ই একপেশে হতো। তখন বাংলাদেশের অভিজ্ঞতা অনেক কম ছিল। কিন্তু গত ১৫ বছর ধরে বাংলাদেশ অন্যরকম এক দল। দুর্দান্ত সব ক্রিকেটার বেরিয়ে এসেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তাঁরা নিজেদের প্রমাণও করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball