promotional_ad

মুমিনুলের পরিকল্পনায় করোনা বাঁধা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিজের উন্নতির ধারা অব্যাহত রাখতে বছরের শুরুতেই একটি পরিকল্পনা সাজিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সবকিছু যেন ওলট পালট হয়ে গেছে তাঁর। পুরো বছরের পরিকল্পনা অনেকটাই ভেস্তে যেতে বসেছে বাংলাদেশ টেস্ট অধিনায়কের। 


প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে অন্যান্যদের মতো ঘরে বসেই বর্তমানে দিন কাটছে মুমিনুলের। তবে ক্রিকেটই যার ধ্যান জ্ঞান সেই মুমিনুলের জন্য খেলাটিকে ভুলে থাকা প্রায় অসম্ভব। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।


promotional_ad

মুমিনুল বলেন, 'অবশ্যই আমি ক্রিকেট মিস করি এবং আমার খারাপ লাগে। প্রত্যেকের মতো আমারও পুরো বছরের জন্য একটি পরিকল্পনা ছিল, তবে আমরা একটি বাঁধার মুখে পড়েছি। তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাতে কোনও নিয়ন্ত্রণ নেই এবং আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না।'  


করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে সবধরণের ক্রিকেট ম্যাচ। সম্প্রতি স্থগিত করা হয়েছে নিউজিল্যান্ড এবং শ্রীলংকার বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজও। ফলে চলতি বছর আর সাদা পোশাকে মাঠে নামা হচ্ছে না মুমিনুলের বলে ধারণা করা যাচ্ছে। বাংলাদেশের টেস্ট দলপতি অবশ্য আশাবাদী ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে এই সিরিজ দুটি। 


মুমিনুলের ভাষ্যমতে, 'আমাদের বেশ কিছু টেস্ট ম্যাচ স্থগিত হয়েছে। তবে আশার কথা হলো, যেহেতু এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন, আমরা এরপরে আবারো এই টেস্টগুলো খেলতে পারবো হয়তো।'


ঘরবন্দী অবস্থায় থাকলেও ধীরে ধীরে উন্নতি করার প্রতি লক্ষ্য মুমিনুলের। সতীর্থদের প্রতিও নিজেদের কাজের প্রতি ফোকাস থাকার আহ্বান জানান তিনি। মুমিনুল বলেন, 'আমরা ধীরে ধীরে উন্নতি করার প্রতি লক্ষ্য রাখছি। আমরা আমাদের পেস বোলিং ইউনিটের উন্নতি যাচাই করেছি তাদের কিছু লক্ষ্য ঠিক করে দেয়ার পরে। খেলোয়াড়দের ফোকাস একই ধরণের থাকা উচিত এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা কতটা উন্নতি করেছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball