শেহবাগ-ডি ভিলিয়ার্সের কারণে কোহলিকে দলে নেয়নি দিল্লী!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। সময়ের সঙ্গে দলটির অধিনায়কও হয়েছেন এই ভারতীয়। যদিও ভারতের এই অধিনায়ক এখনও আইপিএল শিরোপা জিততে পারেননি।
প্রথম আইপিএলের নিলাম কয়েকটি ফ্র্যাঞ্চাইজির চোখ ছিল কোহলির ওপর। কারণ তাঁর অধীনেই এর এক মাস আগে অনূর্ধ্ব-১৯ শিরোপা জিতেছিল ভারত। কিন্তু নিলামে সুযোগ পেয়েও কোহলিকে দলে ভেড়ায়নি সে সময়কার দিল্লী ফ্র্যাঞ্চাইজি দিল্লী ডেয়ারডেভিলস।

কোহলির পরিবর্তে পেসার প্রদীপ সাংওয়ানকে দলে টেনেছিল দিল্লী। কারণ বিরেন্দ্র শেহবাগ এবং এবি ডি ভিলিয়ার্সের মতো দুজন ব্যাটসম্যানকে নিলাম থেকে আগেই কিনে ফেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে একজন যুব পেসারকে চেয়েছিল দিল্লী।
আইপিএলের সাবেক সিফ অপারেটিং অফিসার সুন্দর রামান এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, 'সে বছর কোহলির অধীনে ভারত অনূর্ধ্ব-১৯ শিরোপা জিতেছিল। আইপিএল নিলামের ঠিক মাসখানেক আগে। আমরা তাই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের আলাদা একটি ড্রাফট বানিয়েছিলাম। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, ড্রাফট থেকে সর্বপ্রথম যাকে নেয়া হয় সে কোহলি ছিল না।'
'দিল্লীর সুযোগ থাকলেও তারা আগ্রহ দেখায়নি। উল্টো কোহলির বদলে প্রদীপ স্যাংওয়ানকে দলে নেয় তারা। দিল্লী বলেছিল তাঁদের আর কোনো ব্যাটসম্যানের প্রয়োজন নেই। কারণ শেহবাগ এবং এবি ডি ভিলিয়ার্সকে তাঁর আগেই কিনে ফেলেছিল। তাঁদের পরিকল্পনা সঠিক ছিল কিন্তু আরসিবি কোহলিকে দলে নেয়, বাকি ইতিহাস সবারই জানা।' আরও যোগ করেন তিনি।
আইপিএলে এখন পর্যন্ত ১৬৯ ইনিংসে ৫৪১২ রান করেছেন কোহলি। ৩৭ গড়ে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানও তিনি। আর ৩৯ ম্যাচ খেলা স্যাংওয়ান দিল্লীর হয়ে ৮.৭৯ ইকোনমি রেটে নিয়েছিলেন ৩৫ উইকেট। ২০১১ সালে ডোপ টেস্টে পজিটিভ আসায় ১৫ মাসের জন্য নিষিদ্ধও হন এই পেসার।