ভারতের কাছে লিখিত আশ্বাস চায় পাকিস্তান

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৩ সালে আয়োজন করবে বিশ্বকাপ। আইসিসির এই দুটি বড় আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে গিয়ে খেলতে যেন কোনও সমস্যা না হয় এ কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাপারে আইসিসিকে অবগত করেছে পিসিবি।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান সম্প্রতি ক্রিকেটবাজ ইউটিউব চ্যানেলকে বলেন, 'আইসিসির দুটি আসর ভারতে। ২০২১ ও ২০২৩ সালে দুটি বিশ্বকাপ সেখানে। আমরা ইতোমধ্যে আইসিসিকে বলেছি, বিসিসিআই যেন আমাদের লিখিত নিশ্চয়তা দেয়।

যাতে করে ভিসা পেতে আমাদের কোনও সমস্যা না হয় এবং ভারতে যেন আমরা সহজেই খেলতে যেতে পারি।'
লম্বা সময় ধরে কূটনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় ভারতের ভিসা পেতে সমস্যায় পড়তে হয় পাকিস্তানিদের। দেশটির ক্রীড়া অঙ্গনের বিভিন্ন দল নির্ধারিত সময়ে ভারতের ভিসা পায়নি, এমন ঘটনাও ঘটেছে।
ওয়াসিম আরও বলেন, 'এ কারণেই আমরা অগ্রিম নিশ্চয়তা চাইছি। দিনশেষে এটা আইসিসির আসর। তাই আমরা সদস্য হিসেবে সেখানে খেলতে পারি কিনা এটা দেখার দায়িত্ব তাদেরই।'
নিকট ভবিষ্যতে পাক-ভারত সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন ওয়াসিম, 'বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে সত্যি কথা বলতে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।'