promotional_ad

পিসিবিকে ঝামেলায় ফেলেছেন হাফিজ!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মঙ্গলবার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু বুধবার তিনি নিজের সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে পুরো পরিবারসহ করোনা পরীক্ষা করালে ফলাফল আসে নেগেটিভ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য আগে জানানোয় হাফিজের ওপর অসন্তুষ্ট বোর্ড। 


পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, হাফিজের পরিস্থিতি পদ্ধতি সামাল দেয়ার পথ পছন্দ হয়নি বোর্ডের। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার উল্টো বোর্ডের জন্য ঝামেলা সৃষ্টি করেছেন। 


promotional_ad

দ্বিতীয় পরীক্ষার ফলাফল পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হাফিজ। ওয়াসিম মনে করেন, তাঁর বোর্ডকে সবার আগে এই বিষয়ে অবগত করা উচিত ছিল। ফলে করোনা পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঝামেলায় পরতে হয়েছে পিসিবিকে।


বুধবার ক্রিকেটবাজ ইউটিউব চ্যানেলে ওয়াসিম বলেন, 'হাফিজের সঙ্গে আজ কথা হয়েছে। তাঁকে জানিয়েছি সে যেভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে এতে বোর্ড সন্তুষ্ট নয়। ব্যক্তিগতভাবে সবারই পরীক্ষা করার অধিকার আছে। কিন্তু তাঁর আগে বোর্ডের সঙ্গে আলাপ করে নেয়ার প্রয়োজন ছিল। সে আমাদেরকে ঝামেলায় ফেলে দিয়েছে।'


'হাফিজের এমন কান্ড প্রথম নয়। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এর আগেও কয়েকবার পিসিবির নিয়ম ভঙ্গ করেছে। পিসিবির কেন্দ্রীয় চুক্তি না থাকলেও যখন সে স্কোয়াডে নির্বাচিত হবে সব নিয়ম মেনে চলতে হবে। আমরা এখনও বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ এটা আমাদেরকে সমস্যার দিকে ঠেলে দিয়েছে।' আরও যোগ করেন তিনি। 


পিসিবি সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াডের সকলের আবারও করোনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে হাফিজ সহ এই স্কোয়াডের ১০জনের ফলাফল পজিটিভ এসেছিল। যদিও ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের ফলাফল বুধবার নেগেটিভ এসেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball