promotional_ad

সকালের প্রশ্নপত্রে এ কোন পরীক্ষা তামিমদের!

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||


রোজ সকালে ঘুম থেকে উঠেই ছোট এক পরীক্ষায় বসে যেতে হবে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারকে। সে পরীক্ষা মাঠে ব্যাট-বলের নয়। একেবারে যাকে বলে প্রশ্নপত্র দেখে উত্তর লেখার পরীক্ষা। প্রতিদিনের এ পরীক্ষার শুরু আছে, তবে শেষ কবে বলার উপায় এখন নেই। কারণ করোনা কবে বাংলাদেশ থেকে এর থাবা গুটিয়ে নেবে, কে বলতে পারে তা?


ক্রিকেটারদের মধ্যেও ছড়িয়ে পড়তে থাকা এই রোগ না আবার এদের বিশালসংখ্যককেও আক্রান্ত করে ফেলে, আছে সেই ভয়ও। আগাম সতর্কতা হিসেবে তাই প্রতিদিন সকালের পরীক্ষায় তামিম ইকবালদের বসিয়ে দিচ্ছে বিসিবি।


promotional_ad

পরীক্ষায় তাদের রোজকার স্বাস্থ্য সম্পর্কিত নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকবে। তারা নিজেদের শারীরিক অবস্থা বুঝে দেবেন উত্তরও। সেই উত্তর দেখেই বিসিবির ডাক্তাররা বুঝবেন কার কী অবস্থা। যদি কারো জবাবে মনে হয় যে তার মধ্যে করোনার উপসর্গ রয়েছে, তাহলে সেই অনুযায়ীই ডাক্তাররা করণীয় ঠিক করবেন এবং নেবেন প্রয়োজনীয় ব্যবস্থাও।
 
নিজের স্বাস্থ্য সম্পর্কিত এ পরীক্ষাটি তামিমরা দেবেন একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'কভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ'। ক্রিকেটারদের এর মধ্যেই বলা হয়েছে অ্যাপটি প্রত্যেকের মোবাইলে ডাউনলোড করে নিতে।


শুরুতেও থাকবে তাদের জন্য প্রশ্নপত্র। সেসবের উত্তর দিয়ে প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবেন তারা। এরপর প্রতিদিন সকালে ওই অ্যাপ খুলে তাদের আরো কিছু প্রশ্নেরও উত্তর দিতে হবে। সকালের প্রশ্নপত্রে এই পরীক্ষা দিতে অবশ্য খুব বেশি সময় লাগবে না তামিমদের।


বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী প্রচারমাধ্যমকে জানিয়েছেন, উত্তর লিখতে বড়জোর ৩০-৪০ সেকেন্ড লাগতে পারে ক্রিকেটারদের। উত্তরপত্র পড়ে যদি বিসিবির ডাক্তাররা দেখেন কারো মধ্যে করোনার উপসর্গ রয়েছে, সেক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। তখন হয়ত কারো কারো করোনা পরীক্ষারও উদ্যোগ নেবেন তারা।


উপসর্গহীন ক্রিকেটারকেও প্রতিদিন সকালে নির্দিষ্ট প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। বিসিবি সিইও জানিয়েছেন, আপাতত পুরুষ ও নারী জাতীয় দল এবং বিশ্বকাপ জেতা অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে সংখ্যাটি হবে ৭০ জনের মতো। এরপর ধাপে ধাপে কলেবরও বাড়ানো হবে এই অ্যাপের।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball