promotional_ad

অ্যাপের মাধ্যমে ৭০ ক্রিকেটারের ওপর বিসিবির নজর

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার বেহাল পরিস্থিতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে পুরুষ ও নারী জাতীয় দল এবং বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের শারীরিক অবস্থা তদারকির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


‘কভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’ নামক এই অ্যাপ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আপাতত সবাইকে এই অ্যাপের আওতায় আমরা আনতে পারছি না। তবে ধাপে ধাপে আরো অনেককেই আমরা যুক্ত করবো। একে একে সাপোর্ট স্টাফসহ অন্যরাও যোগ হবেন। 


শুরুতে আমরা ৭০ জনের মতো ক্রিকেটারকে এই প্রক্রিয়ার মধ্যে আনছি। জাতীয় দলের সম্ভাব্য ৩০-৩৫ জন ক্রিকেটার। এদের মধ্যে চুক্তিভুক্ত ক্রিকেটাররা তো থাকছেই। আছেন চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও। বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরও রাখা হয়েছে।’


promotional_ad

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ও স্পিনার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হবার পর ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে আরও বেশি উদ্বিগ্ন বিসিবি।


অ্যাপে ক্রিকেটারদের দেওয়া তথ্য অনুযায়ী কারো মধ্যে যদি করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে দরকারি ব্যবস্থা নেবেন বিসিবির চিকিৎসকরা।


নিজামউদ্দিন আরও বলেন, ‘আমরা আগে থেকেই বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করে আসছি। এর একটি অ্যাথলেট ম্যানেজমেন্ট সফটওয়্যার। সেটিরই সম্প্রসারিত অংশ বলা যায় এই অ্যাপকে।


ক্রিকেটাররা নিজেদের মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করবে প্রথমে। এরপর সেখানে থাকা কিছু প্রশ্নের জবাবও অ্যাপের মাধ্যমেই দেবে। প্রথম ধাপ হয়ে গেল। এরপর প্রতিদিন সকালে এই অ্যাপে ঢুকে নির্দিষ্ট কিছু প্রশ্নের জবাব দেবেন তারা। এই কাজটি করতে তাদের সর্বোচ্চ ৩০-৪০ সেকেন্ড সময় লাগবে। ব্যস।’


৭০ জন ক্রিকেটারকে ফোন দিয়ে শারীরিক খোঁজ খবর নেয়ার প্রক্রিয়াটি কষ্টসাধ্য। অ্যাপের মাধ্যমে তা সহজেই সম্ভব বলে মনে করছেন বিসিবির প্রধান নির্বাহী।


তিনি আরও বলেন, ‘৭০ জন ক্রিকেটারকে প্রতিদিন ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া খুব কঠিন কাজ হত। অ্যাপের মাধ্যমে সেটি খুব সহজেই আমরা জানতে পারব এখন।’


সুত্র: কালের কণ্ঠ
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball