অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে এখনও আশাবাদী ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আয়োজনে এখনও আত্মবিশ্বাসী ইংল্যান্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ে সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল।
যদিও করোনাভাইরাসের প্রভাবের কারণে এই সিরিজটি সেপ্টেবরে আয়োজনের চেষ্টা করছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে ম্যাচের সংখ্যাও বাড়ানোর চিন্তা করছে এই সংস্থাটি।

ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলি জাইলস বলেছেন, অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ড সফর করে এটা তাদের জন্য দারুণ হবে। করোনাকালেও ইসিবি অস্ট্রেলিয়ার সাহায্য পাবে বলে আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে জাইলস বলেন, 'অস্ট্রেলিয়ার সঙ্গে কনফারেন্সে আমাদের বেশ ভালো একটি বৈঠক হয়েছে গত সপ্তাহে। তারা অনেক বছর ধরেই আমাদের সহযোগী এবং এই সহযোগীতা চলতেই থাকবে। তারা যদি আসে এটা দারুণ হবে।'
সিরিজটি নিয়ে জাইলসের ভাষ্য, 'সেপ্টেম্বর অনেক দূরে এবং এই সময়ের মধ্যে অনেক কিছুই বদলে যেতে পারে। যদি বলে আমরা আত্মবিশ্বাসী কিনা? হ্যা আমরা আত্মবিশ্বাসী কিন্তু এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে।'
এদিকে জাইলস জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ না হলে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি টেস্ট যোগ করার কথা ভাবছেন।