সাকিবের আইপিএল একাদশের অধিনায়ক গম্ভির

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে যাদের সঙ্গে খেলেছেন তাদের নিয়ে সেরা একাদশ বানিয়েছেন সাকিব আল হাসান। এই একাদশের অধিনায়ক হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডার বেছে নিয়েছেন গৌতম গম্ভিরকে।
কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় সাকিবের অধিনায়ক ছিলেন গম্ভির। সেখানেই গম্ভিরের নেতৃত্বের মন্ত্রমুগ্ধ হন সাকিব।

উদ্বোধনী জুটিতে সাকিব চান অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও রবিন উথাপ্পাকে। তিনে সাকিব রেখেছেন গম্ভিরকে।
চার নম্বরে নামবেন সাকিবের কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ মানিশ পান্ডে। পাঁচ নম্বরে নিজেকে রেখেছেন সাকিব। ছয়ে রেখেছেন কলকাতা ও হায়দরাবাদের আরেক সতীর্থ ইউসুফ পাঠানকে। সাত নম্বরে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
সাকিবের আইপিএল সেরা একাদশের চার বোলারের তিনজনই ভারতীয়। এরা হলেন, তিন পেসার ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব। একাদশে বিশেষজ্ঞ স্পিনার সুনিল নারিন।
সাকিবের আইপিএল একাদশ : রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভির (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।
সুত্র: ক্রিকবাজ