ভিলিয়ার্সের কারণে ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি গেইলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৩ চার ও ১৭ ছক্কায় ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। এখন পর্যন্ত এটি টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
গেইল মনে করেন, সেদিন ডি ভিলিয়ার্স না থাকলে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়তে পারতেন তিনি। সেদিন গেইলের সঙ্গে ভিলিয়ার্সও পুনের বোলারদের উপর চড়াও হয়েছিলেন।

শেষদিকে নেমে মাত্র ৮ বলে ঝড়ো ৩১ রানের ইনিংস খেলেন তিনি। মারকুটে এই ইনিংসের কারণেই ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি গেইলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে গেইল আক্ষেপ করে বলেছেন, 'আমি ডাবল সেঞ্চুরি করতে পারতাম, যদি এবি ডি ভিলিয়ার্স না নামত এবং এমন ইনিংস না খেলত।'
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামি স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। গেইল চিন্তা করেছিলেন দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিতে তাঁকে বড় ইনিংস খেলতে হবে।
সেই পরিকল্পনার কথা জানিয়ে গেইল বলেন, 'আমার মনে আছে, ম্যাচ শুরুর কয়েক ওভার পরেই বৃষ্টি নামে। আমি ড্রেসিং রুমে ফিরে যাই। সেই দলে রবি রামপালও ছিল। আমি তাকে বলেছিলাম, উইকেট সত্যিই দারুণ। আমাদের ১৭০-১৮০ রান করতে হবে ম্যাচটি জেতার সুযোগ তৈরি করার জন্য। কারণ উইকেটটি ছিল খুবই ভালো।'
সেই ইনিংসে স্মৃতিচারণ করে গেইলের ভাষ্য, 'মাঝে মধ্যে ব্যাটসম্যান হিসেবে অনুভব করা যায়, আজ কোনো ভুল হবে না। দিনটি ছিল সেই সব দিনের একটি। এটা অসাধারণ ও মজার ছিল যে আমি ১৭৫ রান করেছিলাম, কারণ আমি নিজেই বলছিলাম এটা দলের রান হওয়া উচিত।'