সুপার ওভারের সেরা বোলার-ব্যাটসম্যান বাছাই করলেন সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সুপার ওভারের সেরা বোলার হিসেবে সুনীল নারিনকে পছন্দ সাকিব আল হাসানের। জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের সঙ্গে ক্রিকবাজের লাইভ সেশনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পোস্টার বয় খ্যাত এই ক্রিকেটার।
একই সঙ্গে তিন ব্যাটসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়া, আন্দ্রে রাসেল এবং বেন স্টোকসকে বাছাই করেছেন সাকিব। আড্ডার এক পর্যায়ে হার্শা জানতে চান সুপার ওভারের ব্যাটসম্যান এবং বোলার হিসেবে কাকে বেঁছে নেবেন সাকিব। জবাবে শুরুতেই ক্যারিবিয়ান স্পিন তারকা নারিনকে নির্বাচন করেন তিনি।
হার্শা প্রশ্ন করেছিলেন, 'বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, জিমি নিশাম, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মোহাম্মদ নবী, কাইরন পোলার্ড, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভোর মধ্যে কাদেরকে সুপার ওভারে নেবেন?'

জবাবে সাকিব বলেন, 'নারিনকে আমি সুপার ওভারে বোলিংয়ের জন্য নেব। এরপর রাসেল এবং হার্দিক পান্ডিয়াকে ব্যাটসম্যান হিসেবে আমার পছন্দ। আর নাম্বার তিন হলো বেন স্টোকস। ব্রাভো এবং নারিন উভয়ের সঙ্গেই আমি খেলেছি। তবে সুনীল নারিনের কথা যদি বলেন তাহলে বলবো, সে সেরা ফর্মে থাকলে তাঁকে খেলা দুঃসাধ্য।'
নারিনকে নেয়ার পেছনে যুক্তিও দেখিয়েছেন সাকিব। ২০১৪ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সুপার ওভারে মেইডেন দিয়ে রেকর্ড গড়েন নারিন। ফর্মে থাকলে তাঁকে খেলা যেকোনো ব্যাটসম্যানের জন্য দুঃসাধ্য বলে মনে করেন সাকিব।
নারিনের প্রশংসা করে সাকিব বলেছেন, 'সে (নারিন) সিপিএলের একটি ম্যাচে মেইডেন ওভার করেছিল এবং তিন উইকেট নিয়েছিল সুপার ওভারে। তাই নারিন ছাড়া আর কাউকে দিয়ে আপনি সুপার ওভার করানোর কথা ভাবতে পারবেন না।'
এদিকে ব্যাটসম্যানদের মধ্যে পোলার্ড, পান্ডিয়া এবং স্টোকসকে নেয়ার পেছনেও যুক্তি দিয়েছেন সাকিব। শুরু থেকেই মেরে খেলার দক্ষতা থাকায় পান্ডিয়া এবং রাসেলকে নিয়েছেন টাইগার অলরাউন্ডারের। অপরদিকে চারিত্রিক দিক থেকে স্টোকসকে পছন্দ তাঁর।
সাকিবের ভাষ্যমতে, 'আপনি ব্যাটিংয়ের দিক থেকে তর্ক করতে পারেন। কারণ আমি চাইলে পোলার্ডকে কিংবা অন্য কাউকে নিতে পারতাম। তবে আমি হার্দিক পান্ডিয়াকে নিয়েছি কারণ সে শুরু থেকেই মেরে খেলতে পারে রাসেলের মতো। আর বেন স্টোকসকে নিয়েছি কারণ তাঁকে আমি পছন্দ করি। তাঁর য?? চরিত্র সেটা আমার ভালো লাগে।'
তিন জন ব্যাটসম্যান নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন সাকিব। তিনি বলেন, 'সুপার ওভারের জন্য আপনাকে তিনজন ব্যাটসম্যান নিতে হবে। যদি একজন আউট হয় তাহলে আরেকজনকে নামাতে হবে ব্যাটিংয়ে। সেক্ষেত্রে আমি তিন জন ব্যাটসম্যান এবং একজন বোলারকে বাছাই করবো।'