promotional_ad

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলে ভালো হতো: সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছরের ইংল্যান্ড বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় এই তারকা ব্যাট হাতে রীতিমত রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন।


মাত্র ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান সংগ্রহ করেন সাকিব। যেখানে ২টি সেঞ্চুরিসহ ৫টি হাফ সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। বাংলাদেশ শেষ চারে পা রাখতে পারলে হয়তো নিজেকে আরো উচ্চতায় নিতে পারতেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 


promotional_ad

তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত সেরা খেলোয়াড়ের খেতাব দেয়া হয়নি সাকিবকে। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরষ্কার। 


বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে না পারার আক্ষেপ এখনও যে পোড়ায় সাকিবকে তারই ইঙ্গিত তিনি দিয়েছেন হার্শা ভোগলের সঙ্গে একটি অনলাইন সেশনে। ক্রিকবাজে জনপ্রিয় এই ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে লাইভ প্রোগ্রামে অংশ নেন সাকিব।


হার্শার সঙ্গে নানা বিষয়ে আলাপ করার এক পর্যায়ে বিশ্বকাপের প্রসঙ্গ ওঠে। এরপর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার ব্যাপারে সাকিব বলেন, 'এটা দারুণ ব্যাপার হতো যদি আমি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করতাম। তবে আমি মনে করি উইলিয়ামসনের এটা প্রাপ্য ছিল। সে যেভাবে তাঁর দলকে পরিচালনা করেছে তা দুর্দান্ত।' 


বিশ্বকাপে সাকিবের চেয়ে কম রান সংগ্রহ করেছিলেন কিউই তারকা ব্যাটসম্যান উইলিয়ামসন। ১০ ম্যাচে ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান সংগ্রহ করেন তিনি। যেখানে ২টি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরি ছিল তাঁর। তবে মূলত অধিকাংশ ম্যাচে জয়ের অবদান রাখায় সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তাঁর ভাগ্যেই জোটে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball