সিপিএল থেকে নাম সরালেন গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল। পরিবারকে সময় দিতে এবারের সিপিএলে খেলছেন না তিনি।
বুধবার (২৪ জুন) সিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এর একদিন আগে গেইল জানালেন এই আসরের অংশ হচ্ছে না তিনি। এই বিষয়টি মেইলের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি এবং আয়োজকদের নিশ্চিত করেছেন এই মারকুটে ওপেনার।

আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ক্রিনিদাদ ও টোবাগোতে সিপিএলের এবারের আসর জমবে। আসন্ন এই আসরে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলার কথা ছিল ইউনিভার্স বসের।
জ্যামাইকা তালাহওয়াসের সঙ্গে তিন বছরের চুক্তি থাকলেও তাঁকে এবার রিটেইন করেনি দলটি। এই সুযোগটাই কাজে লাগিয়েছে সেন্ট লুসিয়া। তারা ড্রাফটের আগেই গেইলকে দলে ভিড়িয়েছিল।
যদিও তাঁর খেলা হচ্ছে না এবার। পরের আসরে গেইলকে সিপিএলে পাওয়া যাবে বলে আশাবাদী টুর্নামেন্টটির আয়োজকরা। সিপিএলের এক কর্মকর্তা কথা বলেছেন ক্রিকইনফোর সঙ্গে।
তিনি বলেছেন, ‘ব্যক্তিগত কারণে গেইল সিপিএলের এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করছি এবং ২০২১ সালে তাকে পাওয়ার আশা ব্যক্ত করছি।’
ক্রিকইনফো জানিয়েছে, দীর্ঘ লকডাউনে পরিবারের সঙ্গে থাকতে পারেননি গেইল। তার পরিবার ছিল সেন্ট কিটসে। গেইল ছিলেন জ্যামাইকায়। তাই এই সময়টা পরিবারকে দেয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।