স্থগিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের অগাস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজিসি) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় সিরিজটির তারিখ নির্ধারণ করা হবে।

এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'কভিড-১৯ এর এই বর্তমান পরিস্থিতিতে, অগাস্টে একটি পুরো ক্রিকেট সিরিজ আয়োজন করা অনেক বড় চ্যালেঞ্জ। তার উপর প্রস্তুতির একটি ব্যাপার আছে। আমরা ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং বাকি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে পারি না।'
সিরিজটি স্থগিত হওয়া যে নিঃসন্দেহে দুই দলের ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য হতাশার সেটিও মানছেন নিজামউদ্দিন। একই সঙ্গে বিষয়টি বুঝতে পারায় এনজিসিকে ধন্যবাদ দিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা।
নিজামউদ্দিন বলেন, 'এই পরিস্থিতিতে বিসিবি এবং এনজিসি সিরিজটি স্থগিত করাই শ্রেয় মনে করছে। আমরা বুঝতে পারছি যে এটা উভয় দলের ক্রিকেটার এবং অফিসিয়ালদের জন্য অনেক হতাশার। আর সমর্থকদের কথা তো নাই বললাম। তবে আমি অবশ্যই এনজিসিকে ধন্যবাদ জানাবো যে তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং সিদ্ধান্তটি মেনে নিয়েছে।'