promotional_ad

ক্রিকেটারদের ত্রাণ বিতরণে বিসিবির হস্তক্ষেপ চান দেবাশীষ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে ক্রিকেটারদের সশরীরে ত্রাণ কার্যক্রমে অংশ না নেয়ার পরামর্শ দিয়েছেন দেবাশীষ চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হস্তক্ষেপও কামনা করছেন তিনি।


বিসিবির প্রধান চিকিৎসকের মতে সরাসরি ত্রাণ বিতরণ করতে গিয়েই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু এবং নাফিস ইকবাল। তাই ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ত্রাণ বিতরণের ক্ষেত্রে একটি গাইডলাইন তৈরি করা উচিত বিসিবির বলে উল্লেখ করেন দেবাশীষ। 


promotional_ad

বিসিবির এই অভিজ্ঞ চিকিৎসক বলেন, ‘ক্রিকেটারদের জন্য গাইডলাইন প্রণয়নের সময় এসে গেছে। করোনাকালে কোনো ক্রিকেটারই যেন সশরীরে গিয়ে ত্রাণ না দেন। মানুষকে সহায়তা করা মানবিক কাজ। স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা তা করবে। তবে এ বিষয়ে বিসিবির কোনো নির্দেশিকা নেই। এখন সেটি করতে হবে।’


করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে আগে থেকেই কাজ করে আসছেন মাশরাফি, অপু এবং নাফিস। নিজ এলাকাতে সশরীরে গরীবদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন তাঁরা। কিন্তু এই কাজ করতে গিয়ে এবার নিজেরাই আক্রান্ত হয়েছেন করোনায়। 


তাই দেবাশীষের পরামর্শ, ‘মাশরাফির বিষয়টি সম্পূর্ণ আলাদা। তিনি শুধু খেলোয়াড় নন। একজন সম্মানিত সংসদ সদস্যও। তাই আইনপ্রণেতা হিসেবে নিজের এলাকায় তাকে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে হয়। কিন্তু অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে সশরীরে গিয়ে ত্রাণ বিতরণের প্রয়োজন নেই।’


মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদরাও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তবে সশরীরে নয়, বরং পরোক্ষভাবে মহতী এই উদ্যোগে অংশ নিয়েছেন তাঁরা। সেকারণে করোনা আক্রান্তের ঝুঁকি খুব একটা নেই এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের।


তাঁদের উদাহরণ টেনে দেবাশীষ আরও বলেন, ‘মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা মানুষকে সহায়তা করছেন। সশরীরে না গিয়ে ভিন্ন মাধ্যমে তারা এই মানবিক কাজ করছেন।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball