বিসিবির অস্বচ্ছল কর্মীদের ৫ হাজার ডলার প্রদান ভেটরির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বচ্ছল কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেটরি। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক স্বল্প বেতনভুক্ত কর্মীদের ৫ হাজার মার্কিন ডলার সহায়তা প্রদান করেছেন।
বিসিবির একজন কর্মকর্তা বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন এই অর্থ থেকে ১৩৫ জন অস্বচ্ছল কর্মীদের সাহায্য প্রদান করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছেন বিসিবির চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। খেয়ে না খেয়ে দিন কাটছে তাঁদের। এমতাবস্থায় কয়েকদিন আগেই তাঁদের সাহায্যার্থে এগিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ভেটরি।
নিজের বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এসকল কর্মীদের দান করার কথা অনানুষ্ঠানিকভাবে জানান তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সেসময় বলেন, ‘ভেটরি জানিয়েছেন, তার বেতনের নির্দিষ্ট একটি পরিমাণ যেন আমরা বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগকে অনানুষ্ঠানিকভাবে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম দামি কোচ ড্যানিয়েল ভেটরি। সাবেক এই কিউই স্পিনারের প্রতিদিনের বেতন কর বাদে প্রায় আড়াই হাজার ডলার। গত বছরের অক্টোবরে ভেটরির সঙ্গে ১০০ দিনের চুক্তি করে বিসিবি।