promotional_ad

মাশরাফি এই যুদ্ধেও জয়ী হবেন...

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দেশে করোনার সংক্রমণের শুরু থেকেই তৎপর ছিলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। নিজ সংসদীয় আসন নড়াইল-২সহ বেশ কিছু জায়গায় অসহায়দের সাহায্য করেছেন তিনি।


মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই তাঁর রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাশরাফি দ্রুতই সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তারা।


জাতীয় দলের পেসার রুবেল হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খবরটি শুনে খুবই শকড হয়েছি। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী লিখেছেন, 'আপনি সমস্ত যুদ্ধ জিতেছেন, আপনি এই যুদ্ধও জিতবেন ইনশাআল্লাহ!'


promotional_ad

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, 'আশা করি মাঠের যোদ্ধার মতোই যুদ্ধ করে বেশ ভালোভাবেই ফিরে আসবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমি সারা দেশে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সবার জন্যই প্রার্থনা করছি সবাই যেন দ্রুত সুস্খ হয়ে ওঠে। শক্ত থাকুন চ্যাম্প।'


জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি।'


জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন লিখেছেন, 'ম্যাশ কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি সদয় হবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'


পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'আপনি সকল যুদ্ধেই জয়ী হয়েছেন, ইনশাআল্লাহ আপনি এই যুদ্ধেও জিতবেন। আমার চ্যাম্প শক্ত থাকুন, ভাই।'


সাব্বির রহমান লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনা পজিটিভ। সবাই তার জন্য দোয়া করবেন।’


ইমরুল কায়েস লিখেছেন, 'মাশরাফী বিন মোর্ত্তজা ভাইয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ শুনে খুব খারাপ লাগছে। দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।'


শনিবার (২০ জুন) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও জাতীয় দলের এই সাবেক অধিনায়ক তাদের সংস্পর্শে ছিলেন না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball