promotional_ad

ব্রাভোর বোলিং পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার মতো: আশরাফুল

ফাইল ফটো
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বোলিং পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার মতো সহজ বলে মনে হয় মোহাম্মদ আশরাফুলের কাছে। বৃহস্পতিবার রাতে ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এমনটা জানিয়েছেন তিনি।


ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দল জেতানোর সুযোগ আশরাফুলের সামনে, এমন অবস্থায় তিনি কোন বোলারকে ছক্কা হাকিয়ে সহজেই দল জেতাতে পারবেন- এমন একটি প্রশ্ন করা হয় আশরাফুলকে। 



promotional_ad

জবাবে ডোয়াইন ব্রাভোর নাম নেন জাতীয় দলের এক সময়ের প্রাণভোমরা আশরাফুল। তাঁর মতে, ব্রাভোর মনস্তাত্ত্বিক বিষয়টি খুব ভালো করেই আঁচ করতে পারেন তিনি।


আশরাফুল বলেন, 'ব্রাভোর বোলিং আক্রমণ থেকে শুরু করে সবকিছুই এমন যে আমার কাছে পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার মতো মনে হয়। ওর দৌড় থেকে শুরু করে সবকিছু, মনে হয় যে ও কী করবে আমি সেটা জানি। আত্মবিশ্বাসী মনে হয় নিজেকে।'


বর্তমান সময়ে রীতিমতো টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ডেথ বোলারে পরিণত হয়েছেন ব্রাভো। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে আশরাফুলের কাছে দারুণভাবে পরাস্ত হন তিনি।



২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাভোর ওপরে চড়াও হয়েছিলেন আশরাফুল। জোহানেসবার্গে খেলা সেই ম্যাচে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন আশরাফুল। শেষপর্যন্ত করেন ২৭ বলে ৬১ রান।


দুই ওভারে ৩৪ রান খরচ করেন ব্রাভো। বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দেয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ম্যাচটি হারে ছয় উইকেটে। ম্যাচ সেরাও হন আশরাফুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball