promotional_ad

কার্ডিফ কাব্যের ১৫ বছর পূর্তি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ থেকে ১৫ বছর আগের এই দিনে (১৮ জুন) নতুন এক ইতিহাস রচনা করে বাংলাদেশ। কার্ডিফে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তখনকার মিনৌজ খ্যাত বাংলাদেশ তাক লাগিয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্বকে।  


এরপর কালের পরিক্রমায় ধীরে ধীরে শক্তিশালী একটি দলে পরিণত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বেশ কিছু অবিস্মরণীয় ম্যাচও জিতেছে তারা। কিন্তু ২০০৫ সালের অস্ট্রেলিয়া বধের কাছে কোনও জয়েরই তুলনা হয় না।


ন্যাটওয়েস্ট সিরিজের সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সেসময়কার বাংলাদেশের জন্য এই রানই অনেক বেশি ছিল। তার উপর প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন এই লক্ষ্য তাড়া করে জয় অসম্ভবই ছিল বলতে গেলে।


promotional_ad

কিন্তু সেই অসম্ভব কাজটিই সম্ভবে পরিণত করেন মোহাম্মদ আশরাফুল। ১০১ বলে ১০০ রানের অনবদ্য একটি ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। আর তুলির শেষ আঁচড়টি দেন তৎকালীন হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ। ১৩ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে জয়ীর বেশে মাঠ ছাড়েন তিনি।


২৫০ রানের লক্ষ্যে খেলতে নামার পর যখন ৭২ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ তখনই দলের হাল ধরেন আশরাফুল এবং অধিনায়ক হাবিবুল বাশার। চতুর্থ উইকেটে ১৩০ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তাঁরা। ২০২ রানে বাশার এবং ২২৭ রানে সেঞ্চুরিয়ান আশরাফুল ফিরে গেলে কিছুটা ছন্দ পতন হয় বাংলাদেশের। কিন্তু বিপদে বাড়তে দেননি আফতাব। মোহাম্মদ রফিককে সঙ্গে নিয়ে ইতিহাস রচনা করেন তিনি। 


ঐতিহাসিক এই ম্যাচের শুরু থেকেই অবশ্য পরাক্রমশালী অস্ট্রেলিয়ার উপর চড়াও হয়ে বল করে গেছেন বাংলাদেশের বোলাররা। মোহাম্মদ রফিক, তাপস বৈশ্য এবং মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের নিয়ে গড়া অস্ট্রেলিয়া দল।


অজিদের রানের চাকায় বাঁধ দেয়ার কাজটি দারুণভাবে করেছিলেন বাংলাদেশের কিংবদন্তী স্পিনার রফিক। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ৩১ রান খরচ করেছিলেন তিনি। যেখানে তাঁর ইকোনমি রেট ছিল মোটে ৩.১০।


মাশরাফিও অবশ্য কম যাননি। ১০ ওভারে মাত্র ৩৩ রান খরচায় একটি উইকেট শিকার করেন তিনি। ৬৯ রানে ৩ উইকেট নিয়ে তাপস বৈশ্যও নিজের জাত চেনান। বাংলাদেশের দাপুটে বোলিংয়ের সামনে ডেমিয়েন মার্টিন এবং মাইকেল ক্লার্ক ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। মার্টিন ৭৭ এবং ক্লার্ক ৫৫ রান করেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball