চাকরীচ্যুত ৪০ জন, বেঁচে যাচ্ছে ৪০ মিলিয়ন ডলার!

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে অনেক ক্রিকেট বোর্ডকে। এমন অবস্থায় কিছু অর্থ বাঁচাতে ৪০ জন কর্মীকে ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)!
এক বিবৃতিতে সিএ জানায়, অর্থ বাঁচাতে নিচের সারির এবং জুনিয়র দলগুলোর সফরও স্থগিত করেছে তারা। সবমিলিয়ে ৪০ মিলিয়ন ডলার অর্থ বাঁচিয়েছে সিএ।

সিএ চেয়ারম্যান ইয়ার্ল এডিংস বলেন, 'আমরা বুঝতে পারছি এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য কঠিন এক সময়। এই পরিস্থিতির শিকার হতে হয়েছে অনেক কর্মকর্তাকে। যা তাদের পারবারের ওপরেও বড় প্রভাব ফেলবে।'
'আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার। এই মুহূর্তে আমাদের পথ খুঁজে বের করতে হবে কিভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসা যায়। নিশ্চিত করতে হবে কি করে স্বল্প মেয়াদে টেকসই এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হওয়া যায়।' আরও যোগ করেন তিনি।
কিছুদিন আগে পদত্যাগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তার বদলে এখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় আয়োজক প্রধান নিক হোকলে।
অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা প্রধান নির্বাহী নিক হোকলে বলেন, 'ক্রিকেটের জন্য কঠিন একটি দিন। তবে সামনে সুদিন আসবে, একসঙ্গে থাকতে হবে সকলকেই। আশা করছি ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিবার ঘুরে দাঁড়াবে দ্রুত।'