টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছালে বাংলাদেশের সুবিধা দেখছেন নান্নু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়মত না হয়ে পিছিয়ে গেলে বাংলাদেশের সুবিধা দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আগামি ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর শুরু না হয়ে পিছিয়ে গেলে সাকিবকে খেলাতে পারবে বাংলাদেশ- এখানেই সুবিধা বাংলাদেশের, মনে করছেন নান্নু।
এছাড়া তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে পুরো দলের ভারসাম্য ফিরে পেতে কিছুটা সময় লাগবে মনে করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ক্রিকফ্রেঞ্জিকে নান্নু বলেন, 'আমরা যদি সাকিবকে খেলাতে পারি তাহলেই আমাদের লাভ। সাকিব যদি ওই আসরে খেলে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।
এ ছাড়া যদি টুর্নামেন্ট পিছিয়ে যায় তাহলে ভালো দল গড়ার জন্য আমরা কিছুটা সময় পাবো। তখন আমরা তরুণ ক্রিকেটারদের ম্যাচে খেলাতে পারব। সেক্ষেত্রে আমাদের স্কোয়াড আরও ভারসাম্যপূর্ণ হতে পারে।'
করোনা পরিস্থিতিতে পেন্ডুলামের মতো দুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। এই মেগা ইভেন্ট সময়মত হবে নাকি পিছিয়ে যাবে- তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
লম্বা সময় ক্রিকেটাররাও মাঠে নেই। দীর্ঘ সময় পর মাঠে নামলে তাদের ফিটনেস কেমন থাকবে সেটা নিয়েও চিন্তায় আছেন নান্নু।
ক্রিকেটারদের এই অভিভাবক আরও বলেন, 'এমন কঠিন অবস্থার পর ক্রিকেট শুরু হোক, আমি সেটাই চাই। আমাদের সবকিছুর আগে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভাবতে হবে।
তাদের রিকভারির জন্য সময় দিতে হবে। মাঠে নামার আগে তাদের শারীরিক অবস্থা, ফিটনেস, স্কিল- সবই আমাদের দেখতে হবে।'