আঞ্জুর চলে যাওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন জাহানারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেজি করেসপন্ডেন্ট ||
সম্প্রতি এক প্রকারে নীরবে-নিভৃতেই দেশের ক্রিকেটাঙ্গন ছাড়লেন নারী দলের প্রধান কোচ আঞ্জু জাইন। তাঁর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের বাজে পারফরম্যান্সের জন্য আঞ্জুর সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বিসিবি।
আঞ্জুর এমন হঠাৎ বিদায়ে কোচশূণ্য হয়ে পরে নারী ক্রিকেট দল। তবে কোচের বিদায়টা বেশ স্বাভাবিকভাবেই নিচ্ছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তাঁর মতে কোচের বিদায় ক্রিকেটীয় জীবনেওই একটা অংশ।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে জাহানারা এমনটা জানিয়েছেন।
জাহানারা বলেন, 'এতো বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক কোচ এসেছেন, গিয়েছেন, আবার আগামীতে আসবেন। আমরা ক্রিকেটাররাও একটা সময় থাকবো না, খেলোয়াড়রা রিপ্লেস হবে। এখানে কেউই স্থায়ী নয়। প্রত্যেকটা কোচ যাওয়ার পরে কিছুটা সময় খারাপ লাগে, আবার নতুন যিনি আসেন, তাদের বা তাকে আমরা বরণ করে নেই। তাদের সঙ্গে সমণ্বয় করে, পরিকল্পনা করে খেলার চেষ্টা করি। এটা ক্রিকেটেরই একটা অংশ হিসেবে বলা যেতে পারে।'
'কেউ কারো জায়গায় স্থির নন। সবাই এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবেন এটাই স্বাভাবিক। আমিও হয়তো কখনো না কখনো রিপ্লেস হব। এটাই ক্রিকেটীয় জীবন।'
আঞ্জুর কোচিংয়ে নারী এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালের জুনে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের স্থলাভিষিক্ত হয়েছিলেন আঞ্জু জাইন।
বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন আঞ্জু জেইন। ভারতের বারদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সিনিয়র মেয়েদের কোচিং করাবেন তিনি।