promotional_ad

বিশ্বকাপ ব্যর্থতার কারণ জানালেন জাহানারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেজি করেসপন্ডেন্ট ||


এ বছর অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। বড় দলকে হারিয়ে মূল মঞ্চের লড়াইয়ে উল্টো চিত্র দেখা গেছে সালমা-জাহানারাদের কাছ থেকে। মূল পর্বের ৪টি ম্যাচের ৪টিতেই হেরেছে টাইগ্রেসরা। 


বিশ্বকাপে যাওয়ার আগে ভালো প্রস্তুতি থাকলেও বড় মঞ্চে গিয়ে তা ধরে রাখতে পারেনি নারী ক্রিকেট দল। ২ বছর আগে এশিয়া কাপ জিতে আসা দলটির বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণ উল্লেখ করেছেন জাহানারা আলম।


নারী দলের এই পেসার মনে করেন, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বেশি অভিজ্ঞতা না থাকার কারণেই বিশ্বমঞ্চে ভালো করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে টাইগ্রেসরা দল হিসেবেও পারফর্ম করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া জাহানারা।



promotional_ad

মঙ্গবার ক্রিকফ্রেঞ্জির লাইভ অনুষ্ঠানে জাহানারা বলেন, 'বিশ্বকাপে দল হিসেবে আমরা আসলেই খেলতে পারিনি। আমার মনে হয় না দলে একাবদ্ধের অভাব ছিল। একতাবদ্ধতা কি বা কাকে বলে, এটা অনেক ধরণের হয়। এমন ছোট ছোট জিনিষ আমার কাছে মনে হয়নি। তবে আমার মনে হয় আমরা আরও ভালো বন্ডিং তৈরি করতে পারতাম, আমাদের যে স্কিল ছিল তা যদি কাজে লাগাতে পারতাম।' 


পরিসংখ্যান বলছে ২০১৮ এশিয়া কাপের পর বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে ৪৪টি। যার মধ্যে ৪১টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে। দুই বছরে টি-টোয়েন্টিতে নারীরা জিতেছে ২৬টি ম্যাচ ওয়ানডে জিতেছে ২টি। 


ফলাফল হয়নি ৩টির। এর মধ্যে বড় দলের সঙ্গে সালমাদের লড়তে হয়েছে মোট ২২টি ম্যাচে, ছোট দলের সঙ্গেও একই সংখ্যক ম্যাচ খেলেছেন তারা। তবে এই সময়টায় বড় দলের সঙ্গে বেশি না ম্যাচ খেলাকেই বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের মূল কারণ হিসেবে দেখছেন জাহানারা।


জাহানারা বলেন, 'শুনতে ভাড়ি লাগলেও, আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলতে না পারার কারণেই এমনটা হয়েছে। অনেকেই বলেছে বড় দল বা বড় খেলোয়াড় দেখে আমরা ভয় পাই কিনা, আসলে না। আমরা এটা নিয়ে ৪টা বিশ্বকাপ খেললাম, সবখানেই বড় দলের বিপক্ষে খেলেছি।'



২০১৬ এশিয়া কাপের পর ২০১৮ এশিয়া কাপ পর্যন্ত বড় দলের সঙ্গে নারীরা ম্যাচ খেলেছেন ২৪টি, ছোট দলের সঙ্গে মাত্র ৩টি। মোট ২৭ ম্যাচের মাত্র ৭টিতে জিতলেও বড় দলের সঙ্গে বেশি বেশি খেলে আত্মবিশ্বাস বেড়েছে তাদের। এর মধ্যে টি-টোয়েন্টি ছিল ১২টি এবং ওয়ানডে ১৫টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball