আইপিএল অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন জাহানারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বছরই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে এসেছেন জাহানারা আলম। এবার নিজের আইপিএল অভিজ্ঞতার কথা খোলাসা করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
আইপিএলে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও পরের দুই ম্যাচে খেলেছিলেন তিনি। শেষ ম্যাচে দল ব্যর্থ হলেও দারুণ বোলিং করে সবার নজর কেড়ে নিয়েছিলেন এই পেসার। সম্প্রতি 'ক্রিকফ্রঞ্জির' লকডাউন লাইভ আড্ডায় আইপিএলে সুযোগ পাওয়ার স্মৃতিচারণ করেছেন তিনি।

জাহানারা বলেন, 'সৌভাগ্যবসত আমি আইপিএলে ডাক পাই। আমি সন্ধ্যা বেলায় আমি তখন কোরআন তেলোয়াত করছিলাম। ফাহিম স্যার আমাকে কল করেছিলেন। তিনি তখন আমাদের উইমেন্স উইংয়ের ইনচার্জ ছিলেন। ফাহিম স্যার ফোন করে বললেন, জাহানারা তোমার সঙ্গে একটা কথা আছে। আমি বললাম, স্যার বলেন। তিনি বললেন, কি করছো এখন। আমি বললাম কোরআন তেলোয়াত করছি।'
'স্যার বললেন শেষ করে আমাকে ফোন দিও। তিনি তখন আমাকে আর বলেননি। কোরআন তেলোয়াত শেষ করে উনাকে ফোন দেয়ার পর তিনি বলেন, তোমাকে আইপিএল তো কল করেছে। তুমি কি খেলতে যাবে? আমি বলি, স্যার অবশ্যই যাবো। তখন আমাদের প্রিমিয়ার লিগ চলছিলো। ক্লাবে কথা বললাম। আমি আবাহনীর হয়ে খেলি। ক্লাব বললো অবশ্যই যাবে এতো বড় সুযোগ। যেখানে বিসিবি পাঠাচ্ছে আমরা তো কিছুই না। যাও খেলো দেশকে প্রতিনিধিত্ব করো।'
নারী আইপিএলের ফাইনালে জাহানারার দল ভেলেসিটিকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় সুপারনোভা। ম্যাচটিতে ৪ ওভারে জাহানারা ২১ রানে পান ২ উইকেট। ম্যাচটির তৃতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। সুপারনোভার মারকুটে ব্যাটসম্যান ডিভাইনকে যে কায়দায় বোল্ড করেছিলেন সেই বলটিই 'বল অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হয়েছিল।
জাহানারা করা বলটি অফ সাইডে খেলার চেষ্টা করেন ডিভাইন। কিন্তু বল ডেলিভারি দেয়ার শেষ মুর্হূতে কব্জির মোচড়ে বলটা সিমের ওপর ফেলেন জাহানারা। অফ স্ট্যাম্পের লাইনে পড়া প্রথম স্লিপের দিকে যাওয়া বলে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন ডিভাইন। লেন্থ মিস করেন তিনি। একটু নিচু হওয়া বলটা স্ট্যাম্প ভেঙ্গে দেয়।
এই স্মৃতির কথা জানিয়ে জাহানারা বলেন, 'গেলাম, যাওয়ার পর প্রথম ম্যাচ আমার খেলা হয়নি। দ্বিতীয় ম্যাচে আমাকে খেলানো হবে কিনা সন্দিহান ছিলাম। আমি প্রস্তুতও ছিলাম না। মাঠে নামার ৫ মিনিট আগে আমাকে বলা হয় আমি খেলবো। থার্ড ম্যাচে আমাকে যখন সুযোগ দেয়া হলো। তখন আমি সম্পূর্ণ তৈরি ছিলাম। টিম মিটিংয়ে আমাকে জানানো হয়েছিল। ভালো লাগার বিষয় হলো একটা বল, বল অব দ্য আইপিএল হয়েছে। সেটা আমার বল। এটা নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য।