promotional_ad

মাঠে ফিরতে মরিয়া মিঠুন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার কড়াল গ্রাসে নাজেহাল বাংলাদেশ। দিনকে দিন বেড়ে যাচ্ছে আক্রান্ত মানুষের সংখ্যা। সেই সঙ্গে মৃত্যুর মিছিলে যোগ দেয়া লাশের পরিমাণও বেড়েই চলছে। এরই মধ্য দিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে দেশের মানুষ।


দেশে কথিত স্বাভাবিক জীবনযাত্রা বিরাজ করলেও সহসাই ফিরছে না ২২ গজে ক্রিকেটারদের পদচারণা। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই মাঠে খেলা ফেরাতে ইচ্ছুক নয়। বিসিবির মতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি।


promotional_ad

ইতোমধ্যেই বেশ কিছু দেশের ক্রিকেটাররা তাদের অনুশীলন শুরু করে দিয়েছেন। আগামী জুলাইতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে লম্বা বিরতির পর মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট।


এমন পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো স্বাস্থ্যবিধি মেনে হলেও মাঠে ফিরতে চান জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মঙ্গলবার (১৬ জুন) সংবাদমাধ্যমে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান এই মূহুর্তে খেলা ফেরানো সম্ভব হলে সেটি হবে সর্বোত্তম বিষয়।


মিঠুন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে যদি ক্রিকেট ফেরানো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে যদি খেলা ফেরানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কেউ আক্রান্ত হওয়াটা যেমন কাম্য নয় তেমনি ক্রিকেট না হওয়াটাও কাম্য নয়। অবশ্যই খেলতে চাই, তবে স্বাস্থ্যবিধি মেনে।’


‘অবশ্যই আমাদের দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ। এটা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তবে এটা ঠিক যে, করোনার কারণেই খেলা বন্ধ হয়েছিল এবং তা ফিরবে করোনা ঠিক হলে। করোনা কোনদিকে মোড় নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কেননা খেলতে গিয়ে কেউ আক্রান্ত হলে তা কিন্তু আবার বেশি সমস্যা তৈরি করবে। আমি কখনোই চাইব না যে, কেউ আক্রান্ত হোক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball