promotional_ad

ইংল্যান্ড সফরে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটারদের পরিবার

ছবিঃ ফাইল ছবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড সফরে যেতে সরকারের সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (১৫ জুন) ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। এরপরই পিসিবির একটি সূত্র দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।


এ মাসের শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান। সিরিজে ৩টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইতোমধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এছাড়া ১৪ জনের সাপোর্ট স্টাফও যাচ্ছে এই সফরে।


promotional_ad

ইতোমধ্যেই সফরকে কেন্দ্র করে খেলোয়াড়দের আইসিসির গাইডলাইনের সঙ্গে বেশ কিছু দিক নির্দেশনা বেঁধে দিয়েছে পিসিবি। এর ভেতর উল্লেখযোগ্য একটি হল সিরিজ চলাকালীন খেলোয়াড়দের পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি।


পিসিবি জানিয়েছে, খেলোয়াড় এবং স্টাফদের পরিবারের কোনো সদস্য সিরিজ চলাকালীন তাদের সঙ্গে দেখা করার অনুমতি পাবে না। পিসিবি তো পরিবারের কোনো সদস্যকে নেবেই না। যদি কেউ আলাদাভাবে তাঁর পরিবারের সঙ্গে যায়ও তাতেও দেখা করা নিষিদ্ধ করা হয়েছে।


পিসিবির এক সূত্র সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, 'খেলোয়াড়দের বোর্ড পরিষ্কার করে বলে দিয়েছে, পরিবার সঙ্গে নেওয়া যাবে না। এমনকি এ কথাও বলা হয়েছে, পরিবার আলাদাভাবে গিয়ে থাকলেও কোনো লাভ নেই। সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার আগ পর্যন্ত গোটা দলের কেউ পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না।'


ধারণা করা হচ্ছে মূলত এই কারণেই ইংল্যান্ড সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হারিস সোহেল।


২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের এক হোটেল কক্ষে ভূত দেখে ভয় পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর থেকে বিদেশে সফরে গেলে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন। কিন্তু এবার পিসিবি কোনো ভাবেই এর অনুমতি না দেয়ায় নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball