ইংল্যান্ড সফরে সরকারের অনুমতি পেয়েছে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরে যেতে সরকারের সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। এরপরই পিসিবির একটি সূত্র দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
এ মাসের শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান। সিরিজে ৩টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইতোমধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।এছাড়া ১৪জনের সাপোর্ট স্টাফও যাচ্ছে এই সফরে।

সেখানে পৌঁছে সকলকেই ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর আরও ৩-৪ সপ্তাহ থাকতে হবে জৈব-সুরক্ষিত পরিবেশে। প্রথম টেস্টে মাঠে নামার আগে নিজেদের মধ্যে অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।
পিসিবি সূত্র বলেন, 'প্রধানমন্ত্রী ইমরান খান পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর ইংল্যান্ড সফরে যেতে সবুজ সংকেত দিয়েছেন। করোনা পরিস্থিতির মাঝেও মানুষ ক্রিকেট এবং অন্যান্য খেলা দেখতে মুখিয়ে আছে।'
করোনাভাইরাস বিশ্বে আঘাত হানার পর ৩ মাস ধরে ক্রিকেট বন্ধ আছে পুরো বিশ্বে। এই পরিস্থিতির মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সেখানে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে জেসন হোল্ডারের দল।
ক্যারিবিয়ানদের পর দ্বিতীয় দল হিসেবে এবার ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান। এছাড়া করোনার মাঝেই অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলংকা, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশ। বাংলাদেশে করোনা পরিস্থিতি হাতের নাগালে না হওয়ায় খেলা কবে নাগাদ মাঠে ফিরবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এখনই।