বাংলাদেশের বোলিংয়ের মান নিয়ে গম্ভীরের প্রশ্ন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্বের জন্য ব্যাটিং পজিশনে অনেক বড় ত্যাগ শিকার করেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এমনটাই মনে করছেন। তাঁর বিশ্বাস, ওয়ানডে ফরম্যাটে তিন নম্বর পজিশনে খেললে অনেক রেকর্ডের মালিক হতেন ধোনি।
এই প্রসঙ্গ নিয়ে কথা বলার সময় বাংলাদেশ, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই ওপেনার। স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে রোববার এসব কথা বলেন গম্ভীর।

গম্ভীরের কাছে প্রশ্ন ছিল, রান তাড়ার ক্ষেত্রে বিরাট কোহলি ও ধোনির মধ্যে কাকে বেছে নিতেন। উত্তর দিতে গিয়ে তিনি এই তিন দেশের বোলিংয়ের প্রসঙ্গ টানেন। দুজনের মধ্যে তুলনা করা কঠিন হলেও, তিন নম্বরে ব্যাটিং করলে সম্ভবত ধোনিকেই বেঁছে নিতেন এই ভারতীয়।
গম্ভীর বলেন, 'দুজনের তুলনা করা খুব কঠিন। কারণ, একজন তিন নম্বরে ব্যাট করে, অন্যজন ছয় অথবা সাত নম্বরে। আমি সম্ভবত ধোনিকে বেছে নিতাম। বিশ্ব ক্রিকেটে এখন যে মানের বোলিং আক্রমণ, ফ্ল্যাট উইকেটে ধোনি তিনে ব্যাট করত। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে মান, ধোনি সম্ভবত বেশিরভাগ রেকর্ডই ভেঙে দিত।'
২০০৪ সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধোনি। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে শুন্য রানে রান আউট হওয়া এই ব্যাটসম্যান পরের ৪ ম্যাচেও বড় স্কোরের দেখা পাননি। তবে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পান ধোনি।
বিশাখাপত্নমে পাকিস্তানের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে করেন ১৪৮ রান। একই বছর তিনে নেমে শ্রীলংকার বিপক্ষে খেলেন অপরাজিত ১৮৩ রানের ইনিংস। যা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। এরপর অবশ্য টপ অর্ডারে বেশি ব্যাটিং করতে দেখা যায়নি ভারতের অন্যতম সফল এই অধিনায়ককে।
গম্ভীরের ধারণা, তিনে খেললে ধোনি আরও অনেক বেশি রান করতেন। তিনি আরও বলেন, 'বিশ্ব ক্রিকেট সম্ভবত একটা জিনিস মিস করেছে। সেটা হলো ধোনি তিন নম্বরে ব্যাট করেনি। যদি সে ভারতের অধিনায়কত্ব না করত এবং তিন নম্বরে ব্যাট করত, তাহলে হয়তো পুরো বিশ্ব ক্রিকেট ভিন্ন এক খেলোয়াড়কে দেখত। সম্ভবত সে আরও অনেক রান করতে পারত, অনেক রেকর্ড ভাঙতে পারত।'