promotional_ad

পঞ্চপান্ডবের বদলি আছে: তামিম

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডব বলতে তামিম, মুশফিক, মাশরাফি, সাকিব এবং মাহমুদউল্লাহকে বোঝানো হয়। এই পাঁচ তারকা ক্রিকেটারের দীর্ঘদিনের প্রচেষ্টার কল্যাণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ছড়ি ঘোরাতে পারছে।


বড় দলগুলোর বিপক্ষে অনায়াসেই ভালো খেলার সামর্থ্য জন্মেছে বাংলাদেশের পঞ্চপান্ডবের উপস্থিতিতে। তবে প্রশ্ন হলো একটা সময় যখন মাশরাফি, সাকিবরা অবসরে যাবেন তখন পঞ্চপান্ডবদের বদলি কারা হবে? তেমন ক্রিকেটার কি দেশের ক্রিকেটে আছে?


promotional_ad

বাংলাদেশ দলের সেরা ওপেনার এবং পঞ্চপান্ডবদের অন্যতম সদস্য তামিম ইকবাল অবশ্য বিশ্বাস করেন এরই মধ্যে তাদেরকে রিপ্লেস করার মতো ক্রিকেটার তৈরি হয়েছে দেশে। বাংলা দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন তিনি। 


লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানদের প্রতি নিজের অগাধ আস্থার কথা ব্যক্ত করেন তামিম। বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার সামর্থ্য রয়েছে তাদের বলেও বিশ্বাস করেন তিনি।    


তামিম বলেন, 'আমি বিশ্বাস করি পঞ্চপান্ডবের বদলি বাংলাদেশে আছে। লিটন, সৌম্য, মুস্তাফিজ এখন অভিজ্ঞ। চার পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে তারা। তরুণ বলবো নাজমুল হোসেন শান্তকে। লিটন ভালো খেলা শুরু করেছে। সৌম্যও ভালো করছে। বাংলাদেশ ক্রিকেট ওদেরকে এত বছর ব্যাক করেছে। এখন ওদের পারফর্ম করার সময়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball