পঞ্চপান্ডবের বদলি আছে: তামিম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডব বলতে তামিম, মুশফিক, মাশরাফি, সাকিব এবং মাহমুদউল্লাহকে বোঝানো হয়। এই পাঁচ তারকা ক্রিকেটারের দীর্ঘদিনের প্রচেষ্টার কল্যাণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ছড়ি ঘোরাতে পারছে।
বড় দলগুলোর বিপক্ষে অনায়াসেই ভালো খেলার সামর্থ্য জন্মেছে বাংলাদেশের পঞ্চপান্ডবের উপস্থিতিতে। তবে প্রশ্ন হলো একটা সময় যখন মাশরাফি, সাকিবরা অবসরে যাবেন তখন পঞ্চপান্ডবদের বদলি কারা হবে? তেমন ক্রিকেটার কি দেশের ক্রিকেটে আছে?

বাংলাদেশ দলের সেরা ওপেনার এবং পঞ্চপান্ডবদের অন্যতম সদস্য তামিম ইকবাল অবশ্য বিশ্বাস করেন এরই মধ্যে তাদেরকে রিপ্লেস করার মতো ক্রিকেটার তৈরি হয়েছে দেশে। বাংলা দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন তিনি।
লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানদের প্রতি নিজের অগাধ আস্থার কথা ব্যক্ত করেন তামিম। বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দেয়ার সামর্থ্য রয়েছে তাদের বলেও বিশ্বাস করেন তিনি।
তামিম বলেন, 'আমি বিশ্বাস করি পঞ্চপান্ডবের বদলি বাংলাদেশে আছে। লিটন, সৌম্য, মুস্তাফিজ এখন অভিজ্ঞ। চার পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে তারা। তরুণ বলবো নাজমুল হোসেন শান্তকে। লিটন ভালো খেলা শুরু করেছে। সৌম্যও ভালো করছে। বাংলাদেশ ক্রিকেট ওদেরকে এত বছর ব্যাক করেছে। এখন ওদের পারফর্ম করার সময়।'