promotional_ad

মুশফিকের অনুশীলনে জ্বলল 'লাল বাতি'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||


গত কিছুদিন ধরে জ্বলে থাকা 'সবুজ বাতি'র ধপ করে নিভে যাওয়াই দেখতে হল মুশফিকুর রহিমকে। এখন বরং দেখতে হচ্ছে তার মাঠে ফিরে অনুশীলন শুরুর সম্ভাবনায় জ্বলছে 'লাল বাতি'। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একক অনুশীলনের সুযোগ তৈরি হলেও বাস্তব কারণেই আবার 'নো এন্ট্রি' সাইনবোর্ডও ঝুলে গেছে। করোনা সংক্রমণের দিক থেকে মিরপুর অন্যতম 'রেড জোন' হিসেবে চিহ্নিত হওয়ায় চাইলেও ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ দেওয়ার ঝুকি নিচ্ছে না।


 করোনায় ঘরে বন্দী হয়ে থাকতে থাকতে হাপিয়েই উঠেছিলেন মুশফিক। তাই খোলা মাঠ ও হাওয়ায় অনুশীলনের জন্য মরিয়াই ছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। অবশ্য পরিশ্রম ও নিবেদনে তিনি বরাবরই জাতীয় দলের অন্যদের জন্য উদাহরণ। বাধ্যতামূলক নয়, এমন অনুশীলন সেশনও সাধারণত মিস করতে দেখা যায় না তাঁকে।


অনুশীলনে সবার চেয়ে বেশি খাটতেও অভ্যস্ত তিনি। তাই কিছুদিন আগে নিজের একের পর এক ফেসবুক লাইভে বারবারই মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে তামিম ইকবালকে। এমনকি টিম ইন্ডিয়া ক্যাপ্টেন বিরাট কোহলিকে লাইভে এনেও তামিম বলেছেন মুশফিকের কথা, যাকে উদাহরণ মানা যায়। তবে করোনা দুর্যোগ যখন বেড়েই চলেছে, তখন মুশফিকের অনুশীলন শুরুর প্রচেষ্টায় অবশ্য সমর্থন জানাননি জাতীয় দলের বেশিরভাগ তারকা ক্রিকেটারই।


promotional_ad

এক্ষেত্রে মুশফিকের পথ না মাড়ানো ওডিআই ক্যাপ্টেন তামিম সংবাদমাধ্যমে বলেছিলেন, 'অনুশীলন শুরু করা বা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো বুঝেশুনেই যাওয়া উচিত।'


নিজের এবং পরিবারের সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাই যখন বাসায়, তখন মাঠে একক অনুশীলনের সুযোগ চেয়ে ক্রিকেট বোর্ডে আবেদনও ঠুকেছিলেন মুশফিক। ফ্যাসিলিটিজ প্রস্তুতের জন্য বিসিবি কিছুদিন সময় চায়।


এরপর মুশফিককে 'গ্রিন সিগনাল'ও দেয় একসময়। বলা হয় স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করা যাবে। শুধু মুশফিক নয়, চাইলে যে কারো জন্যই অনুশীলনের 'উইন্ডো' খুলে দেওয়া হয় এবং সেটি ঢাকার বাইরেও।


কক্সবাজারে থাকা টেস্ট অধিনায়ক মমিনুল হকও নিজের শহরে অনুশীলনে নামার কথা ভাবছিলেন যখন, তখন আরেক 'রেড জোন' দেশের সেরা পর্যটন নগরীও লকডাউন হয়ে যায়। এদিকে সবাইকে পথ দেখানো মুশফিকও অনুশীলনের পূর্ব প্রস্তুতি হিসেবে ঘর ছেড়েও বেরিয়ে পড়েন।


উত্তরায় নিজের বাসার পাশের রাস্তায় দৌড়ানোর ভিডিও-ও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। কিন্তু মিরপুরে ফেরার আগেই লাল চিহ্ন এলাকাটির গায়ে। তাই সবুজ বাতি নিভে গেল। মুশফিকের অনুশীলন সম্ভাবনায়ও যা লাল খিল এঁটে দিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball