আগস্টে শ্রীলংকা যাচ্ছে টাইগাররা!
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই বেশ জল্পনা কল্পনা চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফরে যাওয়া নিয়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আদৌ সফরটি নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
জুলাইতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা থাকলেও বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি একেবারেই অসম্ভব। এমন অবস্থায় জুলাইতে সিরিজটির কোন সম্ভাবনাই দেখছেন না বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। দুই বোর্ডের আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। সম্প্রতি এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সুজন বলেন, 'আপনি যদি এইসব চিন্তা মাথায় রাখেন যে করোনার কারণে আপনার অনুশীলনে ব্যাঘাত ঘটবে, তাহলে কিন্তু ছেলেদের মানসিক চাপ পড়বে, টেস্ট সিরিজ খেলাটাও কঠিন হয়ে পড়বে। আমরা কিন্তু চাই না যে শ্রীলংকা গিয়ে আমাদের দল হারুক। বর্তমানে আমাদের যেই দলটি আছে তাদের সামর্থ্য আছে শ্রীলংকাকে টেস্ট ম্যাচে হারানোর। এই মুহূর্তে আমি বলবো না যে জুলাই মাসেই সিরিজটা হচ্ছে বা হবে। দুই বোর্ড আলাপ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।'
করোনা পরিস্থিতিতে লম্বা সময় ধরে খেলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতি চোখ রাঙাচ্ছে বোর্ডগুলোকে। আবার অনেকটাই অনিশ্চিত অবস্থায় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও। ক্রিকেট পাড়ায় জোরেশোরে গুঞ্জন চলছে সেপ্টেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত না হলে সে সময় এশিয়া কাপের আয়োজন করবে শ্রীলংকা। আর এমনটা হলে আগস্টের শুরুতে শ্রীলংকা যেতে হবে বাংলাদেশকে। কেননা কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলকভাবে থাকতে হবে এবং সেই সঙ্গে করতে হবে অনুশীলন।
তবে মাঠে খেলার ফিরে আসাটা সম্পূর্ণরূপে নির্ভর করছে বাংলাদেশের করোনা পরিস্থিতির উপর। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, প্রতিটি খেলোয়াড়কে ভালোভাবে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া উচিৎ এখন থেকেই। সেই সঙ্গে তিনি আশাবাদী বিসিবি খেলা শুরুর আগে প্রতিটি ক্রিকেটারকে পর্যাপ্ত সময় দেবে অনুশীলনের জন্য।
মুমিনুল এই প্রসঙ্গে বলেন, 'বর্তমানে আমাদের দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে কবে খেলা ফিরবে। প্রতিটা খেলোয়াড়কেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয়া উচিৎ যে আমরা যখনই নামি, যাতে একটু ভালোভাবে ফিরতে পারি। আমি নিশ্চিত ক্রিকেট বোর্ড এই জন্য আমাদের যথেষ্ট সময় দিবে।'