নিজের চাকরীও বাঁচাতে পারলেন না রবার্টস!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার এই সঙ্কটে আর্থিক ক্ষতি পোষাতে ৮০জন কর্মীকে বাধ্যতামূলক ভাবে ছুটিতে পাঠিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) কেভিন রবার্টস। এদের মধ্যে অনেককে চাকরীচ্যুত করা হয়েছিল।
এবার নিজের চাকরীও বাঁচাতে পারলেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিএর প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়তে হচ্ছে রবার্টসকে। তাঁর বদলি হিসেবে অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে।

যদিও সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর পক্ষ থেকে এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে বোর্ডের কেউ এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। রবার্টস বেশ কিছুদিন ধরেই বেশ কিছু সমালোচনায় জড়িয়েছেন।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য পার্থকে ভেন্যু না করায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেট অ্যাসোসিয়েশনের ক্ষোভের মুখে পড়েন রবার্টস। এ ছাড়া বোর্ডের কর্মচারী-খেলোয়াড়দের বেতন প্রায় পুরোটাই কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সেই সঙ্গে নিজের ৮০ শতাংশ বেতন নিচ্ছিলেন তিনি। এই কারণেই তাঁর উপর ক্ষোভ ছিল বোর্ডের অন্যান্ন সদস্যদের। কদিন আগেই চলমান সঙ্কট নিরসনে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য কমনওয়েলথ ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ নিয়েছিলেন রবার্টস। এর জন্যও তাঁকে রোষানলে পড়তে হয়েছিল।