ভারতের ধ্বংসের জন্য চ্যাপেল দায়ী: হরভজন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৭ সালের কথা। সেবার বিশ্বকাপে ফেভারিট দল হিসেবে শুরু থেকেই বিবেচনা করা হচ্ছিল এশিয়ার অন্যতম পরাশক্তি ভারতকে। শিরোপার অন্যতম দাবীদার হিসেবে নিজেদের প্রস্তুত করেই বিশ্বকাপ মিশনে নেমেছিল ভারত।
কিন্তু বাংলাদেশ এবং শ্রীলংকার বিপক্ষে হারার কারণে গ্রুপ পর্বেই বিদায়ের ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল শেওয়াগ-দ্রাবিড়দের। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। কিন্তু গ্রুপ পর্বে বিদায়ের ক্ষত এখনও দগদগে ঘায়ের মত পীড়া দিচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিংকে।

সম্প্রতি ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে এক আলাপচারিতায় অংশ নিয়েছিলেন হরভজন। সেই সময় প্রসঙ্গক্রমে ২০০৭ বিশ্বকাপে হারের কারণ জানতে চাওয়া হলে তিনি সম্পূর্ণ দায় বর্তান তৎকালীন ভারতের কোচ গ্রেগ চ্যাপেলের উপর। তাঁর মতে ভারতের সাবেক এই কোচ সেই সময়কার দলটাকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন।
হরভজন বলেন, 'গ্রেগ চ্যাপেল কোচ হয়ে এসে পুরো দলটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তার সময়ে অনেক কিছু ঘটেছিল। কোচ হিসেবে তার কী উদ্দেশ্য ছিল তা উনিই জানেন। একটা সংঘবদ্ধ দলকে কীভাবে নষ্ট করতে হয়, সেটা গ্রেগের থেকে ভালো কেউই জানে না। উনি ভারতকেই ধ্বংস করে দিয়েছিলেন।'
'২০০৭ বিশ্বকাপে আমরা অনেক শক্তিশালী ছিলাম। কিন্তু আমরা কেউই নিজেদের মেলে ধরতে পারিনি। কারণ মানসিকভাবে কেউই সেরা জায়গায় ছিলাম না। এমনকি আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। দল অসুখী হলে পারফরম্যান্সে তার প্রতিফলন তো পড়বেই।'