promotional_ad

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে মাশরাফির উদ্যোগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নড়াইলে সাধারণ মানুষের করোনাভাইরাসের নমুনা সংগ্রহের সঙ্কট সমাধানে হাত বাড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর উদ্যোগের ফলে খুব সহজেই নমুনা সংগ্রহ এবং পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


নড়াইল জেলার তিন উপজেলায় ১০ জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফির উদ্যোগে ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা করা হচ্ছে।


promotional_ad

মাশরাফির হাতে গড়া এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই তাদের সম্মানী দেওয়া হবে। এছাড়াও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও ল্যাবে পাঠানোর কাজে গতিশীলতা আনতে ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের নিজস্ব অ্যাম্বুলেন্স ও আনুষঙ্গিক অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।


জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং বেসরকারি ডায়াগনস্টিক ও প্যাথলজিক্যাল ল্যাব মালিক সমিতির এক যৌথ সভায় মাশরাফির এই উদ্যোগের বিষয়টি খোলাসা করা হয়েছে।


এই সভা চলাকালীন মাশরাফি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। করোনাভাইরাসের নমুনা সংগ্রহে বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের এগিয়ে আসার জন্য মাশরাফি তাদের আর্থিক সহায়তার নিশ্চয়তা দেন।


নড়াইল জেলায় করোনাভাইরানের নমুনা সংগ্রহের জন্য ৮ জন স্টাফের প্রয়োজনীয়তা থাকলেও সেখানে আছেন মাত্র ৪ জন। এদের মধ্যে একজন আবার অসুস্থ হয়ে ছুটিতে আছেন। এর ফলেই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবার এই সঙ্কটের সমাধান করলেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball