সাকলাইন মুশতাকের সেরাদের তালিকায় সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেটে জীবন্ত কিংবদন্তিদের ভেতর অন্যতম সাকলাইন মুশতাক। তাঁর সমসাময়িক সময়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে বল হাতে আতঙ্কের মত বিরাজ করতেন। স্পিনের ভয়ানক অস্ত্র 'দুসরা' এর আবিষ্কারক ছিলেন তিনি। পরিবর্তিতে তাঁর দেখানো পথে হেঁটে 'দুসরা' প্রয়োগ করেছেন অনেকেই।
সম্প্রতি পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারকে তালিকা করতে বলা হয়েছিল বর্তমান সময়ের তাঁর মতে সেরা স্পিনারের একটি তালিকা করতে। সাকলাইনের সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে সাকিবের বেশ প্রশংসাও করেছেন সাবেক এই ক্রিকেটার। আখ্যায়িত করেছেন বুদ্ধিমান বোলার হিসেবে।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান সময়ের সেরা স্পিনার হিসেবে চারজনকে বেছে নিয়েছেন।
এই চার জনের ভেতর রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন, যাকে কিনা সাকলায়েন আখ্যায়িত করেছেন লঙ্গার ভার্শনের ক্রিকেটে বিশ্বসেরা স্পিনার হিসেবে। রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান যিনি কিনা সাবেক এই কিংবদন্তির ভাষ্যমতে খুবই বুদ্ধিমান একজন বোলার। সেই সঙ্গে রয়েছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন এবং কুলদ্বীপ যাদব।
সাকলাইন মুশতাক অজি স্পিনার নাথান লায়ন সম্পর্কে বলেন, ‘লঙ্গার ভার্সনে আমার মতে বিশ্বজুড়ে নাথান লায়ন সেরা। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে এমনকি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো।’
সাকিবের প্রসঙ্গে এই কিংবদন্তি বলেন, ‘সাকিব আল হাসান খু্বই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।’
সাকলায়েন এরপর ভারতের দুই স্পিনারকে তাঁর তালিকার রাখার কারণ ব্যাখ্যায় বলেন, ‘অশ্বিনও ভালো বোলার তবে ঘরের মাঠে। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ সত্যিই অসাধারণ স্পিনার এবং তার মাঝে ক্রিকেটের জ্ঞানও আছে।’