promotional_ad

শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ, তবে...

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আদৌ সফরটি হবে কিনা সেটি নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি তারা।  


তবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তবেই শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  



promotional_ad

এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে দেবব্রত বলেন, 'এই পরিস্থিতিতে ক্রিকেটাররা অনেক উদ্বিগ্ন। এখন তো অনুশীলন করার পরিবেশ নেই। এখন মিরপুরকে রেড জোন করা হয়েছে। এর জন্য মাঠে ফেরার জন্য শারীরিক এবং মানসিকভাবে ক্রিকেটারদের শক্ত থাকতে হবে। এই ব্যাপারে ক্রিকেটাররা আলোচনা করছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।' 


রোববার রাতে অনলাইনে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসে কোয়াব। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি এবং সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন।


ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিস্থার, শাহরিয়ার নাফিস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। সভায় শ্রীলঙ্কা সফর ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগের আসর নিয়ে আলোচনা করা হয়। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball