promotional_ad

বলে লালার নিষেধাজ্ঞায় সমস্যা দেখছেন না জাহানারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বলে লালার ব্যবহার বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির এই সিদ্ধান্তে বেশ বিপাকের কারণ হয়ে দাঁড়িয়েছে পেস বোলারদের জন্য। যদি বিকল্প কিছু বের করা না হয় খেলা মাঠে গড়ানোর আগে, তবে বল চকচকে করতে বেশ বেগ পেতে হবে পেসারদের।


তবে লালার ব্যবহার বন্ধের কারণে খুব একটা সমস্যায় পড়তে হবে না বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলমের। তাঁর দাবী বলে লালার ব্যবহার না করার কারণে তাঁর বোলিংয়ে কোনো সমস্যাই সৃষ্টি হবে না।


রবিবার (১৪ জুন) ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান জাহানারা।



promotional_ad

জাহানারা বলেন, 'লালা সম্পর্কে আমার উত্তর হল আমি নিজেই লালা ব্যবহার করি না, কখনই করি না। আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে দুর্ঘটনাক্রমে মাত্র কয়েকবার এটি ব্যবহার করেছি। আমি প্রতিদিন ১০-১২ ওভারের উপরে বোলিং করতাম। তবে সম্ভবত এটি আমার কেরিয়ারে কয়েকবার ব্যবহৃত হয়েছে।'


এখন প্রশ্ন আসতেই পারে, লালার বিকল্প হিসেবে কি ব্যবহার করতেন তিনি? এর উত্তরটা নিজেই দিলেন জাহানারা। জানালেন বিকল্প হিসেবে ঘাম ব্যবহারের কথা। এই প্রসঙ্গে বাংলাদেশের এই পেসার বলেন, 'আমি সবসময় ঘাম ব্যবহার করি। আমি লালা মোটেও ব্যবহার করি না কারণ আমার মনে হয় এটি খুব আলাদা, আমি লালা ব্যবহার করতে পছন্দ করি না।'


জাহানারা মনের আরও জানান একজন লালা ব্যবহার করলে সেটি অনেকের হাত বদল হয় বলেই তিনি এটি পছন্দ করেন না। সেই সঙ্গে আরও জানান যে, লালা যেই কাজে ব্যবহৃত হেয়, খুব সহজেই সেই কাজটি ঘাম ব্যবহার করে করা সম্ভব হয়। সেই সঙ্গে বলে লালার নিষেধাজ্ঞায় তাঁর জন্য কোনো সমস্যা নয় বলেও মন্তব্য করেন তিনি।


তারকা এই পেসার বলেন, 'লালা ব্যবহার করা হবে, তারপরে বল অনেক খেলোয়াড়ের হাতে চলে যাবে এটা আমার ভালো লাগে না। আমি জানি লালা ব্যবহার করে বলটি জ্বলজ্বল করে। তবে আমি মনে করি সামান্য ঘামের পরে প্যান্টে ঘষে চকচকে ফিরিয়ে আনা সম্ভব। সুতরাং লালা ব্যবহার করার দরকার নেই।'



'লালা নিষিদ্ধ আমার জন্য কোনও সমস্যা নয়। কারণ আমি অন্যভাবে অভ্যস্ত। পুরানো বলটি আমাকে একটি ভাল বিপরীত সুইং দেয়। সুতরাং আমার জন্য কোন অসুবিধে হবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball