প্রস্তুতির সময়ের অভাবেই লঙ্কা সফর অনিশ্চিত: আকরাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা প্রকোপে লম্বা সময় ক্রিকেট বন্ধ থাকার পর অবশেষে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্য দিয়ে লম্বা বিরতির পর মাঠে গরাবে ব্যাটে বলের লড়াই। ইতোমধ্যেই বেশ কিছু দেশ অনুশীলন শুরু করলেও মাঠে এখনই নামছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। একই সঙ্গে অনিশ্চয়তায় রয়েছে সামনের মাসের লঙ্কা সফরও।
করোনার রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে শুরু করেছে শ্রীলংকায়। কিন্তু তাতেও সিরিজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন এই অনিশ্চয়তা? বিষয়টি খোলাশা করলেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। জানালেন প্রস্তুতির সময় স্বল্পতার কারণে সেই সফর অনেকটাই অনিশ্চিত।

শনিবার (জুন ১৩) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আকরাম খান। অকপটেই স্বীকার করেছেন লঙ্কা সফরে যেতে প্রস্তুতির নেবার জন্য যে সময় প্রয়োজন, সেই সময় তাদের হাতে নেই। তবুও শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি।
আকরাম খান বলেন, 'আমাদের হাতে এখন আর সময় নেই, দেরি হয়ে গেছে। যেহেতু টেস্ট ক্রিকেট খেলতে হবে সেহেতু এত অল্প সময়ে প্রস্তুতি নেওয়াটা আসলে সম্ভব না। একটি টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য কমপক্ষে ৪০-৪২ দিন সময় লাগে যেটা এখন আর আমাদের হাতে নেই।'
'আমরা যদি এখন শ্রীলঙ্কা সফরে যাই তবে সেখানে গিয়ে আগে কোয়ারেন্টিনে থাকতে হবে। আর সেটা করতে গেলে এই মাস শেষ হয়ে যাবে। পরের মাসে তো খেলাই। তাই এখন সম্ভব না। তবুও আমরা জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করব।'
এদিকে বাংলাদেশে যেভাবে দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে আগামী জুলাই মাসেও ক্রিকেট মাঠে ফেরার সম্ভবনা নেই বললেই চলে। ইতোমধ্যেই করোনা আক্রান্তের সর্বোচ্চ তালিকার ১৮ নম্বরে উঠে বাংলাদেশ। আক্রান্তের দিক থেকে ছাড়িয়ে গিয়েছে চীনকেও।