ক্রিকেটারদের জন্য সুরক্ষা পোশাক আনছে এসজি
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্যানপারিল গ্রিনল্যান্ডস। নামটা অনেকের কাছেই অপরিচিত ঠেকতে পারে। কিন্তু যখন বলা হবে 'এসজি'; তখন নামটা চিনবেন না এমন ক্রিকেটপ্রেমী খুজে পাওয়া বেশ মুশকিলই হবে। ভারতীয় ক্রিকেট সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এসজিরই পুরো নাম স্যানপারিল গ্রিনল্যান্ডস।
করোনা সংক্রমণের ভেতর অনেকটা ঝুঁকি নিয়েই ইতোমধ্যেই ইতোমধ্যেই মাঠে নেমেছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। এমন সময়ে ক্রিকেটারদের নিরাপত্তা বিধানে এসজি কোম্পানি নিয়ে এলো অভূতপূর্ব এক পন্থা। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ ধরণের পোশাক বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এমনটাই দাবী করেছেন কোম্পানির কর্তারা। যা কিনা নিশ্চিত করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম।

প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, দস্তানা, মাস্ক, জ্যাকেট এবং মাথা ঢাকার হুডি থাকবে বিশেষ ধরণের এই পোশাকের উপরের অংশে। নিচের অংশে থাকবে ট্রাউজার এবং জুতোর কভার। সঙ্গে একটি ব্যাগ। ব্যবহারকারী করোনা থেকে বাঁচতে বাড়তি নিরাপত্তা পাবেন এই পোশাকে এমনটাই দাবী প্রতিষ্ঠানটির।
এসজির বিপণন ও বিক্রয় পরিচালক পরশ আনন্দ বলেন, 'আমরা ইতিমধ্যে বিসিসিআই-এর সঙ্গে এই পোশাকের ব্যাপারে কথা বলেছি। পোশাকের নুমনা আসার পর আমরা বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসব। মাঠে ক্রিকেট ফিরতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। বিসিসিআই ক্রিকেটারদের নিরাপত্তার দিক সুনিশ্চিত করতে চাইছে। আমরাও চাই ক্রিকেট ফেরার আগে নিজেদের যেন প্রস্তুত রাখতে পারি। আশা করছি এই পোশাক করোনা সুরক্ষায় কাজে লাগবে।'
প্রতিষ্ঠানটির তরফ থেকে এই সুরক্ষা পোশাকের দাম সম্পর্কেও জানানো হয়েছে। ১৫০০ থেকে ১৭০০ ভারতীয় রুপিতে মিলবে বিশেষ এই পোশাক ।
এসজির কর্তারা জানিয়েছেন, মাঠের কয়েকজন নিরাপত্তাকর্মীকে এই পোশাক দেওয়া হয়েছে। তাদের ব্যবহারের পর দেয়া মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ প্রসঙ্গে পরশ বলেন, নিরাপত্তারক্ষীদের থেকে প্রতিক্রিয়া না পেলে পোশাকের গুণগত মান সম্পর্কে একশো শতাংশ বোঝা যাবে না। যদি পোশাকে কিছু বদলের প্রয়োজন হয় তা হলে তাঁরা সেটা করবেন।'
'বিসিসিআই যদি সত্যিই এই পোশাক ব্যবহারে অনুমতি দেয় তা হলে করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের হয়তো নতুনভাবে দেখা যাবে। আর করোনার পর যে কোনও কিছুই আগের মতো থাকবে না তা তো এখন আমরা সবাই মোটামুটি বুঝতেই পারছি।'