promotional_ad

ক্যারিয়ারের কোন সিদ্ধান্ত অন্যের পরামর্শে নেইনি: মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অনেকটা হুট করেই যেন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিলেন মাশরাফি। আচমকাই এপিটাফ টেনে দিলেন ১০ বছরের অধিনায়কত্বের ক্যারিয়ারের।


গুঞ্জন উঠেছিল ইংল্যান্ড বিশ্বকাপে ফর্মে না থাকায় সমর্থকদের দুয়োধ্বনি এবং টিম ম্যানেজমেন্টের চাপে পড়েই সিদ্ধান্তটা নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।



promotional_ad

অধিনায়কত্ব ছাড়লেও খেলা ঠিকই চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তবে ঠিক কবে ২২ গজ থেকে সড়ে দাঁড়াবেন সেটা রেখে দিলেন রহস্য হিসেবেই। বললেন অধিনায়কত্বের সিদ্ধান্তটা যেভাবে হুট করে নিয়েছেন ঠিক সেভাবেই ইতি টানতে পারেন তাঁর ক্যারিয়ারের।


মাশরাফি এটাও জানান, তিনি সিদ্ধান্ত নেবার সময় কারও পরামর্শ নেন না। সেটা হোক কোচ, হোক সতীর্থ। নিজে যা ভালো বুঝেন তাই করেন জাতীয় দলের এই পেসার। সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সকল কথা জানান ম্যাশ।


মাশরাফি বলেন, 'আমার ক্যারিয়ারের কোন সিদ্ধান্ত অন্যের পরামর্শে নেইনি। সেজন্য আমি গর্বিত। এভাবেই আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেয়েছি। আমি শুধু আমার পরিবারকে জানিয়েছি, আমার সতীর্থদের বলেছি। কিন্তু কোন কোচকে কখনও বলে সিদ্ধান্ত নেইনি। তবে তখনকার পরিবেশটা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে ওটাই যথেষ্ট।'



মাশরাফি আরও বলেন, 'আমার মূল কাজ হলো ক্রিকেট খেলা। কেউ কারো পরিকল্পনার মধ্যে থাকে না। এটা আসলে বোঝা কিংবা জানার ব্যাপার যে কে কি পরিকল্পনা করছে। আমি কিভাবে নিজেকে দেখছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি আমার মতো করে ভাববো এবং অন্যরা যারা পরিকল্পনা করে তাঁরা তাদের মতো ভাববে।'


বাংলাদেশ জাতীয় দলকে দীর্ঘ ১০ বছর নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। দলকে এনে দিয়েছেন ৫০টি জয়। লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে খেলাছেন ৩৬টি টেস্ট, ২২০টি ওয়ানডে এবং ৫৪টি টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে ২৯৬১ রান করার পাশাপাশি ঝুলিতে পুরেছেন ৩৯০টি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball