মানসিক অবসাদকে বাংলাদেশে অজুহাত হিসেবে ধরা হয়: মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়া ক্রিকেটারদের জন্য একটি স্বাভাবিক বিষয়। যদিও মানসিক বিষণ্ণতাটা এক প্রকারের বিভীষিকা ক্রিকেটারদের জন্য। কেননা অনেক ক্রিকেটারের ক্যারিয়ারের এপিটাফ রচিত হয়েছে এই অবসাদের কারণে। অনেকেই আবার কাছাকাছি চলে গিয়েছিলেন আত্মহত্যার দিকেও।
অন্যান্য দেশে বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে দেখা হলেও বাংলাদেশে বিষয়টি দেখা হয় বাঁকা চোখে। সামাজিকভাবে তো বটেই, দলের ভেতরও বিষয়টি খুব একটা ভালো চোখে দেখা হয়না। যার পেছনে মূল কারণ হিসেবে দায়ী আমাদের সমাজ। একনটাই মনে করেন জাতীয় দলের দেশ সেরা দলপতি মাশরাফি বিন মুর্তজা।

সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন মানসিক অবসাদকে কিভাবে আমাদের দেশে মূল্যায়ণ করা হয়।
মাশরাফি বলেন, 'মানসিক স্বাস্থ্য আমাদের এখানে খুব গুরুত্ত্ব সহকারে দেখা হয়না। আমাদের সামাজিক বাস্তবতা ভিন্ন। আমরা এখানে মার্কাস ট্রেসকোথিক বা গ্লেন ম্যাক্সওয়েলের মত মানসিক অবসাদ নিয়ে কথা বলতে পারি না।'
মাশরাফি মনে করেন, দলের কোনো ক্রিকেটার যদি কখনো মানসিক অবসাদে ভুগেও, তাহলে অন্যরা সেটাকে অজুহাত হিসেবে গণ্য করে। আবার অনেকে বুঝতেও পারে না যে তিনি কোনো সমস্যায় পড়েছেন। দেশসেরা এই অধিনায়কের মতে, এখনও সেই সংস্কৃতিটাই গড়ে উঠেনি বাংলাদেশে।
মাশরাফি এই প্রসঙ্গে বলেন, 'যদি কেউ বলে সে ভালো বোধ করছে না তাহলে ধারণা করা হয় সে ভয় পাচ্ছে অথবা অজুহাত দেখাচ্ছে। এমনকি অনেকে এভাবে ভাবেও না। যারা অনুভব করে, তারাও বিষয়টা প্রকাশ করে না।'