promotional_ad

জাতীয় দলের সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ডমিঙ্গো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মানসিক অবসাদ। ক্রিকেটারদের কাছে এ যেন এক বিভীষিকার নাম। প্রায়শই দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা মানসিক অবসাদের কারণে ২২ গজ থেকে সাময়িক সময়ের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন। অনেকের ক্ষেত্রে বিষয়টি অবসর পর্যন্ত গড়ায়।


বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট সংস্কৃতিতে মানসিক অবসাদের বিষয়টি স্বাভাবিক হলেও বাংলাদেশে এটির কোনো চর্চাই হয়না। সামাজিক কারণেই ক্রিকেটারদের এই বিষয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ হয়ে উঠে না।



promotional_ad

তবে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, বাংলাদেশের খেলোয়াড়দের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করা উচিৎ। সেই সঙ্গে তিনি বেশ বদ্ধপরিকর চলমান ক্রিকেট সংস্কৃতির পরিবর্তন আনতেও। তিনি চান খেলোয়াড়রা যেন বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখে সেই ব্যপারে ব্যবস্থা গ্রহণ করেন।


সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ডমিঙ্গো।


তিনি বলেন, 'মানসিক অবসন্নতা সম্পর্কে কোন খেলোয়াড়ই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না আমি মনে করি। তবে আমি দলে এমন একটা পরিবেশ তৈরী করতে চাই, যেখানে খেলোয়াড়রা খোলামেলাভাবে কথা বলতে পারবে এই বিষয়ে। তাঁরা কথা বলতে পারবে তাদের মানসিক অবস্থা সম্পর্কে, তাদের বিরতি লাগবে কি না সেই প্রসঙ্গে। কেননা এটা খেলারই একটি অংশ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball