চট্টগ্রামের কোচদের অনুদান দিলেন তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া মানুষদের সাহায্যার্থে শুরু থেকেই সক্রিয় জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। ইতোমধ্যেই আর্থিক সহায়তা করেছেন ক্রিকেটের বাইরে ৯১ জন অ্যাথলেটকে। এবার চট্টগ্রামের ৫০ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করেছেন দেশ সেরা এই ওপেনার।
তামিমের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল অনুদানের টাকা ৫০জন কোচের হাতে তুলে দেন। চট্টগ্রাম জেলা কোচেস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় তামিম পৌঁছে দিয়েছেন তাঁর এই অনুদান।

রবিবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস ইকবাল। নাফিস সংবাদমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রামে আমি এবং তামিম বাবার হাত ধরে যখন মাঠে যেতাম, এই কোচরাই আমাদের ক্রিকেট দীক্ষা দিয়েছেন। এই দু:সময়ে তাদের পাশে দাঁড়ানোটা প্রতিটি ছাত্রদের দায়িত্বের মধ্যে পড়ে।'
'চট্টগ্রামের স্থানীয় সিনিয়র কোচদের ব্যবস্থাপনায় তামিম ৫০ জন ক্রিকেট কোচকে অনুদান দিয়েছে। তারা মনে বিন্দুমাত্র কষ্ট যাতে না পান, সে জন্য প্রতিটি খামই তাদের টেবিলে গিয়ে দেওয়া হয়েছে। তারা যেন কোনভাবে এটাকে অন্য দৃষ্টিতে না দেখেন, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। তামিম এটা প্রচার করতে চায়নি, কোচরাই চেয়েছে এটা প্রচার হোক। এই কোচদের কারণেই কতশত ক্রিকেটার আজ তারকা বনে গেছে। তাদের সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
শুধু তাই নয়, যতদিন সামর্থ্য থাকবে ততদিন দেশের গরীব মানুষদের পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন তামিম। সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে তামিম এই প্রসঙ্গে বলেছেন, 'আমার চিন্তাটা হলো যতদিন আমি নিজে থেকে দিতে পারবো ততদিন আমি দিতে থাকি। যখন আমি পারবো না তখন অন্যদের সাহায্য নেয়ার চেষ্টা করবো। আর এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে যতদিন পারবো ততদিন দিব, যখন পারবো না তখন তো কিছু করার থাকবে না।'
এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সম্মিলিতভাবে বেতন থেকে করোনায় বিপর্যস্তদের অনুদানের জন্য দেন তামিম। পাশে দাঁড়ান সুবিধাবঞ্চিত অ্যাথলেটদের। নাফিসা খান নামক একজন সমাজসেবীর সঙ্গে যুক্ত হয়ে মানবতার হাত বাড়িয়ে দেন খেতে খাওয়া মানুষদের প্রতি।
আর কিছুদিন আগে জাতীয় দলের ক্রিকেটারদের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানি দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।