গাঙ্গুলি আইসিসি সভাপতি হলে আপিল করবেন কানারিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১২ সালে ইংলিশ কাউন্টিতে খেলার সময় ম্যাচ পাতানোর অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন পাকিস্তানি স্পিনার দানিশ কানারিয়া। প্রথমে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে নিজের দোষ স্বীকার করেন তিনি।
এরপর থেকেই নিষেধাজ্ঞা কমিয়ে আনার সুপারিশ করতে সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট প্রভাবশালীদের দ্বারস্থ হতে থাকেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কানারিয়া দ্বারস্থ হয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির নিকট।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে গাঙ্গুলির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদে বসা নিয়ে। এরই প্রেক্ষিতে কানারিয়া জানিয়েছেন গাঙ্গুলি যদি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি হন তবে নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে আবেদন করবেন।
সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কানারিয়া এ কথা জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি গাঙ্গুলির বরাবর আবেদন করব এবং আমি নিশ্চিত আইসিসি সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করবে।’
একই সঙ্গে কানারিয়া মনে করেন, আইসিসি প্রধানের পদের জন্য আদর্শ প্রার্থীদের একজন গাঙ্গুলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলি একজন অসাধারণ ক্রিকেটার। তিনি সবকিছুর তারতম্য বুঝেন। আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য তারচেয়ে কোনো ভালো প্রার্থী আর হয় না। তিনি বর্তমানে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআিই’র প্রেসিডেন্ট এবং আমি বিশ্বাস করি আইসিসির সভাপতি হলে তিনি ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাবেন।’
৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের দাবী, গাঙ্গুলির আইসিসির প্রধান হতে হলে পাকিস্তানের সমর্থন দরকার নেই। গাঙ্গুলি নিজের যোগ্যতাতেই পারবেন বিশ্ব ক্রিকেটের পরিচালকের পদে বসতে। কানেরিয়া বলেন, ‘ওর (গাঙ্গুলির) নিজের সেই যোগ্যতা রয়েছে। আমি মনে করি না পিসিবির সমর্থন তাঁর দরকার পড়বে।’
কানারিয়া পাকিস্তানের জার্সিতে ৬১ টেস্ট খেলে ৩৪.৭৯ গড়ে নিয়েছে ২৬১ উইকেট। পাকিস্তানের জাতীয় দলে খেলা দ্বিতীয় হিন্দু ধর্মাবলম্বি ক্রিকেটার তিনি। এর আগে তাঁর বড় ভাই প্রথম হিন্দু ধর্মাবলম্বি ক্রিকেটার হিসেবে খেলেছিলেন পাকিস্তানের জাতীয় দলে।