আইসোলেশনের নিয়মের কারণে রুটকে নিয়ে শঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই জুলাইয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের প্রথম টেস্টে ইংলিশ অধিনায়ক জো রুটকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান। তবে দ্বিতীয় টেস্ট থেকে মাঠে নামতে হলে তাঁকে স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে।

এরপরই কেবল দলে ফিরতে পারবেন ইংলিশ অধিনায়ক। এমনটাই জানিয়েছে ইংলিশ গণমাধ্যম। ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ শুরু হবে আগামী ৮ জুলাই। সেই সময় স্ত্রীর পাশেই কাটাবেন রুট।
এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ৭ দিনের স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে ইংলিশ অধিনায়ককে। যদিও স্বেচ্ছা আইসোলেশনের নিয়ম পুনর্বিবেচনা করছে ইসিবি। আগামী মাস থেকে এই নিয়ম শিথিল করতে পারে ইসিবি।
৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। এরপর ১৬ জুলাই এবং ২৪ জুলাই সিরিজের বাকি দুই টেস্ট শুরু হবে ওল্ড ট্রাফোর্ডে। সবগুলো ম্যাচই দর্শকশূন্য মাঠে আয়োজন করবে ইংল্যান্ড।