করোনার ভয়ে ধারাভাষ্য ছাড়লেন বয়কট!

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের ভয়ে ধারাভাষ্য ছাড়লেন ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক জিওফ্রে বয়কট। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল কমেন্ট্রি টিমের সঙ্গে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
টুইটারে বয়কট লিখেন, '১৪ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য আমি বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল কমেন্ট্রি টিমকে ধন্যবাদ জানাই। আমি এই যাত্রা দারুণ উপভোগ করেছি। ক্রিকেটকে আমি আরও ভালবেসেছি। আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আমার ধারাভাষ্য উপভোগ করেছে। সবমিলিয়ে এই যাত্রা খারাপ ছিল না।

বিবিসির সঙ্গে আমার চুক্তি গত গ্রীষ্মেই শেষ হয়েছে। আমি চালিয়ে যেতে পারতাম এটা। তবে আমাকে বাস্তবতা নিয়ে ভাবতে হবে। নিজের সঙ্গে সৎ থাকতে হবে। কোভিড-১৯ আমাদের দুই পক্ষের সিদ্ধান্তকে সহজ করেছে।'
পরিসংখ্যানে দেখা গেছে, সারাবিশ্বে কোভিড-১৯ সংক্রমিতদের মধ্যে বয়স্করাই বেশি ঝুঁকিতে আছে। কিছুদিন আগে বাই-পাস অপারেশন করা বয়কট তাই কোনোভাবেই ঝুঁকি নিতে চাননি।
'কয়েকমাস আগে আমার বাই-পাস হয়েছে। আমার বয়স এখন ৭৯। এই বয়সে সারাদিন ধারাভাষ্য দেয়া ঝুঁকিপূর্ণ। যদিও যাদের সঙ্গে ধারাভাষ্য দেই, তারা আমার বন্ধু। আমি তাদের সবাইকে পছন্দ করি।', যোগ করেন বয়কট।
সামনের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। করোনার প্রকোপের মাঝে এই সিরিজের মাধ্যমে লম্বা সময় পর মাঠে ক্রিকেট ফিরছে।