৭ দিনের মধ্যে শ্রীলংকা সফরের ভাগ্য নির্ধারণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস স্থবির করে দিয়েছে বিশ্বের ক্রিকেটাঙ্গন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছিল বিশ্বব্যপী সকল ক্রিকেটীয় ইভেন্টগুলো। তবে লম্বা সময়ের বিরতির পর ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে ২২ গজের ব্যাটবলের লড়াই। ইতোমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার ক্রিকেটাররা। আশার আলো দেখা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনে নামা নিয়েও।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি প্রদানের ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন সব কিছু ঠিক থাক থাকলে চলতি সপ্তাহের শেষেই অনিশিলন শুরু করতে পারবেন তামিম-মুশফিকরা।

এরই প্রেক্ষিতে উঠেছে একটি গুঞ্জন। তবে কি আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে বিসিবি এমন পদক্ষেপ নিয়েছে? কেননা ট্যুর প্ল্যান অনুযায়ী আগামী জুলাইয়ে শ্রীলংকা সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশের।
তবে বিষয়টি এখনও আলোচনার কাতারেই রেখেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে তিনি জানিয়েছেন এখনও লঙ্কা সফর আলোচনাধীন। আগামী এক সপ্তাহের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।
নিজামউদ্দিন বলেন, ‘জুলাই মাসে সিরিজটি আয়োজন করা যায় কি না, শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে এখনো সেটা নিয়েই আমাদের আলোচনা চলছে। আমরা এর সুবিধা–অসুবিধাগুলো বোঝার চেষ্টা করছি। তবে শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত যা–ই হোক, আগামী এক সপ্তাহের মধ্যে সেটি চূড়ান্ত হবে।’
'সিরিজটি অনুষ্ঠিত হলে উভয় দলইকেই প্রস্তুতি নিতে হবে এবং স্বাগতিক হিসাবে শ্রীলঙ্কাকে অতিরিক্ত কিছু প্রস্তুতি নিতে হবে। যে কারণে দেরি করার কোনও সুযোগ নেই।'
করোনাভাইরাসের প্রভাব খুব একটা বেশি পরেনি শ্রীলঙ্কা। দেশটির সরকার মহামারি এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কিছুটা সফল। ইতিমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট তাদের জাতীয় দলের অনুশীলন ক্যাম্পও শুরু করেছে। জুলাইয়ের সেই সিরিজে টেস্ট ম্যাচের কথা থাকলেও শ্রীলংকা ক্রিকেট বোর্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতেও ইচ্ছুক।